X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৩ মে ২০২৫, ০০:২৭আপডেট : ২৩ মে ২০২৫, ০০:২৭

জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছে করে জুলাই ঐক্য ‌নামক একটি প্লাটফর্ম।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ দিয়ে ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় আন্দোলনকারীরা- ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী', ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' ইত্যাদি স্লোগান দেন‌।

জুলাই ঐক্য নামক এই প্লাটফর্মটিতে রয়েছে একাধিক সংগঠনের প্রতিনিধি। সংক্ষিপ্ত সমাবেশে আপ বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘যারা জুলাইয়ের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে। দেশ যখন ক্লান্তিলগ্নে ছিল আমরা ইউনূস সরকারের ওপর আস্থা রেখেছিলাম, এখনও রাখছি।‌ তবে আপনার উপদেষ্টার মধ্যে যারা জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করবে আমরা তাদের প্রতিহত করতে আবারও রাস্তায় নেমে আসবো।’

জুলাই ঐক্যের সংগঠক সাইদুর রহমান সরকার বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট প্রায় দুই হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু একটা গোষ্ঠী এই জুলাই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশর সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের একসাথ হয়ে কাজ করতে হবে। যখনই দেশ হুমকির মধ্যে পড়বে আমরা আবারও জুলাইয়ের মতো রাস্তায় নেমে আসবো।’

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ইন্টেরিম সরকারের প্রথম দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করা। কিন্তু তারা আহতদের সুচিকিৎসার না দিয়ে ক্ষমতা উৎযাপন শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘ইন্টেরিম সরকারে ভারতীয় আধিপত্যবাদের দোসররা আবারও দেশকে ভারতীয়দের কাছে তুলে দিতে চায়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তা সফল হবে না। এবার রাজপথে নামতে হলে আপনাদের উৎখাত করে দেশ ছাড়া করা হবে। যারা জুলাই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। উপদেষ্টা পরিষদে ভারতীয় কোনও দালাল থাকতে পারবে না।’

সংক্ষিপ্ত সমাবেশে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ কয়েকটি দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে সব জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদ দূর করা, যারা জুলাই ঐক্যেকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে বিচার করা, আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারের পদত্যাগ এবং জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্ত করা।

/আরআইজে/
সম্পর্কিত
ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন তিন ছাত্রনেতা
সাম্য হত্যার বিচার ও উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে মশাল মিছিল
দুই দাবিতে সিনেট ভবনের সামনে ঢাবি বাগছাসের অবস্থান
সর্বশেষ খবর
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
‘সেঞ্চুরি’ করে ফেললেন জোকোভিচ
‘সেঞ্চুরি’ করে ফেললেন জোকোভিচ
খুশকি প্রাকৃতিকভাবে দূর করার কিছু উপায় জেনে নিন 
খুশকি প্রাকৃতিকভাবে দূর করার কিছু উপায় জেনে নিন 
সৌদি আরবে পৌঁছেছেন ৫৯১০১ হজযাত্রী, মৃত্যু ৯
সৌদি আরবে পৌঁছেছেন ৫৯১০১ হজযাত্রী, মৃত্যু ৯
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ