X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাতার দাবিতে কর্মবিরতিতে নিটোরের ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৫:৩৬আপডেট : ২০ মে ২০২৫, ১৫:৩৬

ভাতা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে ভাতার দাবিতে নিটোরে সোমবার (২০ মে) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি চলে।

বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) সেক্রেটারি মো. আব্দুর রহমান জানান, পরিচালক স্যার মন্ত্রণালয়ে থাকায় যুগ্ম পরিচালক, অ্যাকাডেমিক পরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাবের) গুরুত্বপূর্ণ কয়েকজনসহ হাসপাতালের ঊর্ধ্বতন সবাই উপস্থিত ছিলেন। তারা বলেছেন, ‘পরিচালক স্যারের অনুপস্থিতিতে এই বৈঠকটা আনঅফিসিয়াল। তোমাদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এ নিয়ে পরিচালক স্যারের সঙ্গে কথা বলবো।’

আন্দোলনকারীরা জানান, সবাই দাবি যৌক্তিক বললেও কেউই আমাদের এই অধিকারগুলো আদায়ে সাহায্য করেনি। এমনকি আমাদের পরিচালক স্যারও সময় চেয়েছেন, কিন্তু বিগত পাচ-ছয় মাসে কোনও অগ্রগতি আসেনি। শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার নিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা অধিদফতরে ৮ মাস শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। দিনের পর দিন এভাবে তাদের শুধু ঘোরানো হচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, কেউ এসব মৌলিক অধিকার  প্রতিষ্ঠার জন্য কাজ করছে না।

শিক্ষার্থীরা জানান, তারা বাধ্য হয়ে পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের ইন্টার্ন ভাতা দেওয়া হবে, তারা এখানেই অবস্থান করবে। এখানে সবাই সবার অধিকারের জন্য এসেছে। এ কর্মসূচি চলবে। অধিকার আদায়ের আগ পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।

/এস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
‘পদ্মার পানির ন্যায্য হিস্যা পেতে আবার লংমার্চ হবে’
‘পদ্মার পানির ন্যায্য হিস্যা পেতে আবার লংমার্চ হবে’
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত
মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা