X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২৫, ২০:৩৪আপডেট : ২৩ মে ২০২৫, ১৬:৩৫

‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে দর্শকের মনে তিনি দাগ কেটেছেন গুণী অভিনেতা মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে এবার মোশাররফ করিম হাজির হচ্ছেন ট্রাক ড্রাইভারের চরিত্রে।

এত পুরনো খবর, নতুন খবর হলো, ২২ মে মুক্তি পেয়েছে ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারে দর্শক কিছুটা ধারণা পেয়েছে, কী হতে চলেছে সিরিজজুড়ে!

ট্রেইলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এই সব প্রশ্নের উত্তর অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে মোশাররফ করিম ট্রেলার মুক্তির পাওয়ার পর দর্শকের আগ্রহ যে আরও বেড়ে গেছে সেটি বোঝা যাচ্ছে তাদের ইতিবাচক মন্তব্য দেখেই।

একজন মন্তব্য করেছেন, ‘পুরাই অস্থির একটা সিরিজ হবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘জমে যাবে।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, কী দুর্দান্ত ট্রেলার! মোশাররফ করিম বস! অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘চরম।’

বলা প্রয়োজন, সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। তারা হলেন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

এদিকে, মোশারফ করিম সিরিজটি নিয়ে বলেন,  ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।’ ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে মোশাররফ করিম এই সিরিজে আম্বিয়া চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এখানে তার চরিত্র গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই কে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দু’জন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।  

সেই সাথে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুল সহ আরও অনেকেই। ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজের পোস্টার কাস্টিং এর সময় কোন বিষয়গুলো বিবেচনায় রেখেছিলেন? বিশেষ করে আব্বাসের চরিত্রটি? এমন প্রশ্নে পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘যারা অভিনয় করেছেন তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন একজন  মানুষ যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার  একজন অভিনেতা প্রয়োজন ছিল যার অভিনয় ক্ষমতা এমন যে, ক্ষণে ক্ষণে চরিত্রের ধরণ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ের পারদর্শী যা এই শহরে দুই-একজনেরই আছে, যার মাঝে মোশারফ করিম  একজন।’

উল্লখ্য, এটি মুক্তি পাবে ৫ জুন, হইচই-তে।  

/সিবি/
সম্পর্কিত
মির্জা: দেখতে যতটা সহজ অতটা সহজ নয়!
মির্জা: দেখতে যতটা সহজ অতটা সহজ নয়!
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
বিনোদন বিভাগের সর্বশেষ
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া