X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আনন্দে ভাসছে চট্টগ্রাম নগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২২, ১৩:৩৩আপডেট : ২৫ জুন ২০২২, ১৩:৩৩

পদ্মা সেতু উদ্বোধনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সারাদেশে। ঐতিহাসিক এই মুহূর্ত উদযাপনে পিছিয়ে নেই বন্দর নগরী চট্টগ্রাম। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জেলায় আনন্দ-উৎসব চলছে। নগরীর অন্তত ২০টি স্থানে বড় পর্দায় দেখানো হয়েছে উদ্বোধন অনুষ্ঠান। প্রতিটি পর্দার সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দামপাড়া পুলিশ লাইনসের সামনে থেকে শুরু হওয়া এই আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদেক্ষিণ করে আবারও পুলিশ লাইনসের সামনে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এতে নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনসহ ব্যক্তির উদ্যোগে নগরীর অন্তত ২০টি স্থানে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। 

স্থানগুলো মধ্যে রয়েছে—নিউ মার্কেট চত্বর, পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর, স্টিলমিল বাজার, বাদামতলী মোড়, বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর, অলংকার চত্বর, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, আন্দরকিল্লা মোড় ও জামালখানের ডা. খাস্তগীর স্কুল চত্বর।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে কাল থেকে নগরীর কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উৎসব চলছে। স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে মোটরসাইকেল র‌্যালি। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর সেতুর উদ্বোধনকে ঘিরে আনন্দ শোভা যাত্রা, আনন্দ সমাবেশ, আতশবাজি, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোকরানা মাহফিলসহ নানা কর্মসূচি চলছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বিকাল ৪টা থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশগ্রহণ করবে জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, নাটাই, সাসটেইন ও স্থানীয় শিল্পীবৃন্দ।

/এসএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:৩৩
আনন্দে ভাসছে চট্টগ্রাম নগরী
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ
দক্ষিণে স্বস্তির ঈদযাত্রা: পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ টোল আদায়
‘দক্ষিণবঙ্গের প্রবেশপথে’ যানবাহনের চাপ বাড়লেও বিড়ম্বনামুক্ত ঈদযাত্রা
সর্বশেষ খবর
'আর্চারি একটি পরিবার, সবাই মিলে কাজ করবো'
'আর্চারি একটি পরিবার, সবাই মিলে কাজ করবো'
যশোরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
যশোরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ