X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেয়াল!

শাহেদ শফিক
২৮ জানুয়ারি ২০২১, ০০:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:০০

রাজধানীর ডেমরা এলাকার মাতুয়াইল ল্যান্ডফিলের কাছে দুটি রাস্তার পাশে গড়ে উঠেছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা। ওই পথেই দেয়াল নির্মাণ করে কারখানার পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের মালিকানাধীন মাতুয়াইল ল্যান্ডফিলের চারদিকে দেয়াল তুলেছে। দীর্ঘদিন ল্যান্ডফিলটির চারদিকে চলাচলের রাস্তা ছিল। এর মধ্যে দক্ষিণ ও পশ্চিম পাশের রাস্তার পাশে শতাধিক ছোট-বড় কারখানা গড়ে ওঠে। এসব কারখানাগুলোর মধ্যে প্যাকেজিং, স্টিল টিউব, কৃষিপণ্য, বিভিন্ন ওয়ার্কশপ, স্যানিটারি মালামাল তৈরির কারখানা, রড প্রক্রিয়াজাতকরণ ও বিভিন্ন কুটির শিল্প রয়েছে।

শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেয়াল!

কারখানাগুলোর মালিকরা করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে হঠাৎ করে সিটি করপোরেশন রাস্তাগুলোর বাইরের অংশে উঁচু দেয়াল নির্মাণ করছে। এতে প্রায় প্রতিটি দোকান ও কারখানার প্রবেশপথই বন্ধ হতে চলেছে। বিকল্প রাস্তা না থাকায় কারখানাগুলো এখন কার্যত অচল। কর্মরত কয়েক হাজার শ্রমিকও পড়েছে বিপাকে। গত দুই দিন তারা ঠিকমতো কাজও করতে পারেনি। বিষয়টি নিয়ে সেখানকার ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ক্ষোভ।

ব্যবসায়ীরা বলেন, রাস্তাসংলগ্ন ভূমি মালিকরা ৭ থেকে ৮টি ট্রান্সফরমার ও বৈদ্যুতিক খুঁটি নিজ খরচে স্থাপন করেছে। এই কারখানাগুলো নিয়মিত ভ্যাটও দিচ্ছে। গত ২০-২৫ বছর ধরেই তারা রাস্তা দুটি ব্যবহার করে আসছেন। এর আগে সিটি করপোরেশন তাদের প্রতিটি প্লটের সামনে চলাচলের জন্য রাস্তা রেখেছিল। হঠাৎ সেগুলোও বন্ধ করে দেয়াল তুলে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ডিএসসিসি তাদের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করলে কারখানাগুলো তো বন্ধ হবেই, বেকার হবে বিপুল সংখ্যক কর্মী।

সম্প্রতি করপোরেশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীরা মেয়র ও কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেছেন। কিন্তু প্রতিকার পাননি। সিটি করপোরেশনের দাবি, তারা তাদের ল্যান্ডফিলের জায়গা সুরক্ষিত করতেই দেয়াল নির্মাণ করছে। ব্যবসায়ীদের বিকল্প রাস্তা বের করে নিতে কয়েকবার বলা হয়েছে বলেও দাবি ডিএসসিসির।

ভুক্তভোগী বাসিন্দা ও কারখানার ব্যবসায়ীরা বলছেন, ডাম্পিং স্টেশনের নিরাপত্তার নামে সিটি করপোরেশন যে দেয়াল তুলছে তা অমানবিক।

সরেজমিনে দেখা গেছে- কারখানাগুলোর দরজা বরাবর দেড় থেকে দুই ফুট উঁচু ইটের দেয়াল তোলা হয়েছে। যেসব জায়গায় দরজা নেই, সেসব জায়গায় তোলা হয়েছে ১০-১২ ফুট প্রাচীর। এতে কারখানায় প্রবেশ কিংবা বের হওয়ার সময় দেয়াল টপকাতে হচ্ছে মালিক-শ্রমিককে। এভাবে দেয়াল টপকে ঢুকতে পারলেও কাঁচামাল ও পণ্য আনা-নেওয়া করা সম্ভব হচ্ছে না।

শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেয়াল!

স্থানীয় তাকিয়া ইঞ্জিনিয়ারিং এন্ড ট্রেডিং করপোরেশনের মালিক মাসুদ রানা সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিএসসিসি যখন দেয়াল তোলা শুরু করে তখন আমাদের সমস্যার কথা জানালে তারা বলে কারখানায় চলাচলের জন্য পকেট গেইটের মতো পথ রাখবে। তাতে আমরা রাজিও হয়েছি। কিন্তু হঠাৎ গতকাল ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে দরজার সামনেও প্রাচীর তোলা শুরু করে। আমরা বাধা দিলে আমাদের কয়েকজনকে আটক করে পুলিশ। যদিও সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়, তবে বিষয়টি অমানবিক।’

আরেক কারখানার মালিক পরভেজ উদ্দিন বলেন, ‘ডিএসসিসির এমন খামখেয়ালিপনার বিষয়টি আমরা কাউন্সিলরকে জানালাম। মেয়রকে চিঠি দিয়েছি। ডিএমপিকে জানিয়েছি। এতদিন দরজার জায়গা খালি রেখে বাকি অংশটুকুতে দেয়াল তুলছিল ওরা। তারা আমাদের জানায়, মেয়রের নির্দেশেই তারা এটা করছেন। আমরা বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি।’

শ্রমিকদের অনেকেই বলেন, ‘কারখানা বন্ধ হলে আমরা যাব কোথায়? এমনিতেই করোনার জন্য শতশত শ্রমিক কাজ হারিয়েছে। কারখানারগুলোর সামনে যে দুটি রাস্তা রয়েছে সেটি উন্মুক্ত রাখলেও পারে। তাতে কোনও ক্ষতি হয় না। করপোশেন চাইলে রাস্তাটি বাইরে রেখেও সীমানা-প্রাচীর দিতে পারে। সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের বিষয়টি বিবেচনা করা হয়।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. শফি উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের জায়গা আমরা সুরক্ষিত করছি। এত বড় ল্যান্ডফিল আমরা অরক্ষিত রাখতে পারি না। তাদেরকে অনেকবার বলা হয়েছে, যাতে তারা যাতায়াতের বিকল্প ব্যবস্থা করে। কিন্তু তারা কান দেয়নি।’

/এফএ/আপ-এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা