X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন কর্মসূচিতে সহায়তার আশ্বাস তালেবানের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫৮
image

আফগানিস্তানে করোনা ভ্যাকসিন কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সে দেশের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। এ কর্মসূচি চলার সময় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে তারা। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগ (কোভ্যাক্স)-এর পক্ষ থেকে আফগানিস্তানকে ১১২ মিলিয়ন ডলার তহবিল প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এ অনুদান দিয়ে ভ্যাকসিন কর্মসূচি চালাবে আফগান সরকার। এর আওতায় দেশটির তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ২০ শতাংশকে টিকা দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু হলেও সহিংসতা অব্যাহত রয়েছে। ভ্যাকসিন কর্মসূচি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। রয়টার্সকে তিনি বলেছেন, তার সংগঠন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রমকে স্বাগত জানাবে এবং সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, আফগানিস্তানে এ পর্যন্ত ৫৪ হাজার ৮৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৩৯০ জনের। তবে বিশেষজ্ঞরা মনে করেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। তাদের ধারণা, কম পরীক্ষা এবং সীমিত চিকিৎসা সুবিধার কারণে প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।

কেবল কোভ্যাক্সই নয়, ভারতের কাছ থেকেও ভ্যাকসিন সহায়তা পাচ্ছে আফগানিস্তান। দেশটিকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে দিল্লি। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদেরকে আগে টিকা দেওয়া হবে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া