X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইরানে হামলার পরিকল্পনা জোরদার করার ঘোষণা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৩:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:৩৬

ইরানে হামলার পরিকল্পনা জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীকে আমি ইরানের হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছি। এগুলো বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করলেও এসব পরিকল্পনা তৈরি থাকা প্রয়োজন।

ইরানের বিরুদ্ধে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে অগ্রসর হওয়ারও অভিযোগ করেন জেনারেল আবিব কোহাবি। ফলে তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে যে কোনওভাবে ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ভুল হবে বলে মন্তব্য করেন তিনি। দাবি করেন, নতুন করে একই ধরনের সমঝোতা করা হলে সেটিও হবে কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত।

দৃশ্যত নিজ দেশের সরকারের অনুমোদন নিয়েই এসব মন্তব্য করলেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান। এর মধ্য দিয়ে তেহরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিলেন তিনি। তেল আবিব চাইছে, বাইডেন প্রশাসন যেন কোনওভাবেই তেহরানের সঙ্গে নতুন করে কোনও কূটনৈতিক সম্পর্কে না জড়ায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান এমন সময়ে এসব মন্তব্য করলেন যার কদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

এক সাক্ষাৎকারে জারিফ বলেন, আমার ব্যক্তিগত মত হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নির্দিষ্ট করা উচিত। ওয়াশিংটনকে বলা দরকার যে, ইসরায়েল ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে কোনও সহযোগিতা করবো না। আমাদের ভিন্নমত থাকবে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও বরদাশত করা হবে না। তবে তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই। এমনকি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার ক্ষেত্রেও কোনও সংকট নেই।

উল্লেখ্য, ২০১৫ সালে সাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। ইরানের বিরুদ্ধে পুরনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবারও জারি করে যুক্তরাষ্ট্র। এতে ইরানের অর্থনীতি সংকটে পড়ে। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যদি কঠোরভাবে মেনে চলে তাহলে ওয়াশিংটন পারমাণবিক চুক্তিতে ফিরবে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার তেহরানের ব্যাপারে নিজ দেশের এমন তীর্যক মন্তব্য করেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান।

/এমপি/
সম্পর্কিত
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ