X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ফের তফসিল ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৩:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৩:৩২

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন চলাকালে একজন মেয়র ও একজন সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর কারণে ফের নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ওই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশক্রমে উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখার মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য মিলেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলেন শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনেনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচন গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের দু'দিন আগে প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অপরদিকে, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের সুলতান খান ঢেনু নামে একজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ইন্তেকাল করায় ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। ঘোষিত তফসিলে ওই তারিখে সব পদে ভোটগ্রহণ করা হবে। তবে মেয়র পদে ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ইতোপূর্বে অন্যান্য ওয়ার্ডে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

ইতোপূর্বে নিয়োগকৃত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আপিল কর্তৃপক্ষ বহাল থাকবেন। ভোটগ্রহণ করা হবে ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়