X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন জেলায় সড়কে নিহত ১৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২৩:৫৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২৩:৫৩

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় জন মোটরসাইকেল আরোহী। এসব দুর্ঘটনা সম্পর্কে জানাচ্ছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা।

ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় মোটরসাইকেল নিয়ে পুখুরিয়া থেকে তারা ভাঙ্গার উদ্দেশে যাওয়ার সময় পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত হয় আরও এক আরোহী।

নিহতরা হলো– উপজেলার পূর্ব সদরদী গ্রামের আবুল খায়েরের পুত্র সাকিব ফকির (১৬) এবং পুখুরিয়া নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের পুত্র শাহিন মাতুব্বর (১৫)। তারা দুজনই ব্রাহ্মণকান্দা এএস একাডেমির অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

হিলি (দিনাজপুর)

দিনাজপুরের হিলিতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে হিলি-বোয়ালদাড় সড়কের নওনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাকিমপুর থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন– রংপুরের বদরগঞ্জ উপজেলার মকছেদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮) এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৮)।

ওসি বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার দুপুরের দিকে হিলি থেকে মোটরসাইকেল পার্টস নিয়ে ওই দুজন বোয়ালদাড় সড়ক হয়ে রংপুরের বদরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে হিলি অভিমুখে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর দ্রুত চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বগুড়া

জেলার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর ভাটা শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার খোকশাহাটা ইটভাটা এলাকায় ধুনট-সোনাহাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে রাতে দুজনের মৃত্যু হয়। ধুনট থানার ওসি কৃপাসিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো– ধুনট উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের নাজিম হোসেনের ছেলে ফারাইজুল হোসেন (১৬) এবং ফকিরপাড়া গ্রামের জিল্লুর হোসেনের ছেলে শামীম হোসেন (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা ধুনট উপজেলার খোকশাহাটা এলাকার ইটভাটায় কাজ করতো। কাজ শেষে রবিবার সন্ধ্যার দিকে ফারাইজুল, শামীম ও ওয়াসিম হোসেন একটি মোটরসাইকেলে নিজ নিজ বাড়িতে ফিরছিল। তারা ধুনট-সোনাহাটা সড়কে খোকশাহাটা ইটভাটা এলাকায় পৌঁছলে বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার সদর উপজেলার ভাটপাড়া ও সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে পথচারী আবু সায়েদ (৮০) এবং সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মনু মিয়া ছেলে পিকআপ চালক হাকিম মিয়া (২৪)। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক ও ডা. খান রিয়াজ মুহাম্মদ জিকু দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানান, বিকালে আবু সায়েদ জেলা শহর থেকে নিজ বাড়ি ভাটপাড়া গ্রামে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে  রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

অপর ঘটনায়, সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের সূর্যকান্দি থেকে পিকআপ ভ্যান নিয়ে চালক হাকিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে সূর্যকান্দি তিন রাস্তার মোড়ে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক হাকিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর  হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নওগাঁ

নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আজাহার উপজেলার চকাদিন আলো পাড়া গ্রামের আবদুল শাহার ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, সোমবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আজাহার। এ সময় রাণীনগর-আত্রাই রাস্তার নগর ব্রিজের পূর্বদিকে শহিদুলের ইটভাটার সামনে সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ এবং নওগাঁতেও কোনও উন্নতি না হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

মুন্সীগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছেন। এছাড়া খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর

জেলার বীরগঞ্জ উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজুর রহমান (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান একই উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, সকালে মাহানপুর গ্রামে শ্বশুড়বাড়ী থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল আজিজার রহমান। পথিমধ্যে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক পিষ্ট করে পালিয়ে যায়।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজের কাছ থেকে গাড়িচাপায় সোনিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার তরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মৃত ফখর উদ্দিনের মেয়ে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় গুরুতরভাবে আহত হন ওই নারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বিষনি বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। সোমবার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি সোনাপাতিলা এলাকার বোদাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ঝুমা মোহাম্মদের স্ত্রী। পেশায় তিনি একজন ভিক্ষুক।

ধামোর ইউপি চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল জানান, বিষনি বেওয়া নিজ বাড়ি থেকে ছেলের বাড়ির দিকে যাচ্ছিলেন। সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সামনে আসলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা

সাতক্ষীরায় বাঁশবাহী ইঞ্জিনভ্যান উল্টে প্রাণ গেলো চালকের। সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার দরবস্তিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আশাশুনি উপজেলার বুধহাটা শ্বেতপুর গ্রামের মুনসুর আলীর ছেলে রুহুল আমিন (৪০)। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রুহুল আমিন ইঞ্জিনভ্যানে বাঁশ নিয়ে যাওয়ার পথে দরবাস্তিয়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে একটি পুকুর রয়েছে। পুকুরের পাশে মাটি দিয়ে ভরাট না করার কারণে কয়েকদিন আগেও একটি শিশু সেখানে পড়ে মারা যায়। পুকুরটি দীর্ঘদিন ধরে একই এলাকার অলোক ঘোষ নামের এক ব্যক্তি দখল করে রেখেছেন বলে জানান স্থানীয়রা।

তিনি মাটি ভরাট করতে না দেওয়ায় উক্ত স্থানটিতে প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না