X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতের রাষ্ট্রপতির উন্মোচন করা ছবি নিয়ে বিতর্ক

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২০:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২০:২৮
image

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের উন্মোচন করা নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি ছবি নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হচ্ছে ছবিটি নেতাজির নয় বরং বায়োপিকে নেতাজির ভূমিকায় অভিনয় করা নায়ক প্রসেনজিতের ছবি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি। তবে সোমবার সরকারি সূত্র ওই দাবি নাকচ করে দিয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে তার একটি ছবি উন্মোচন করেন। এর ছবি নিজের টাইমলাইনে প্রকাশ করেন তিনি। পরে তা ভাইরাল হয়ে যায়। বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, ছবিটি আসলে অভিনেতা প্রসেনজিত চক্রবর্তীর। ২০১৯ সালে মুক্তি পাওয়া বায়োপিক ‘গুমনামি’তে নেতাজির ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিত।

বিজেপি সূত্রের দাবি, ওই ছবিটি এঁকেছেন পদ্ম শ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী পরেশ মৈতি। তাকে ছবিটি সরবরাহ করেছে নেতাজির পরিবার। সূত্রটি বলেছে, ‘ছবিটির সঙ্গে কোনওভাবেই প্রসেনজিতের মিল নেই। এটা অপ্রয়োজনীয় বিতর্ক।‘ নেতাজির উত্তরাধিকার ও বিজেপি’র সদস্য চন্দ্র কুমার বোসও একটি ছবি পোস্ট করে দাবি করেছেন উন্মোচন করা ছবিটি আঁকার জন্য সেটি শিল্পীকে সরবরাহ করা হয়েছিলো।

উন্মোচন করা ছবিটির সমালোচনাকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র। টুইট বার্তায় তিনি লিখেছেন, রাম মন্দিরে পাঁচ লাখ রুপি অনুদান দেওয়ার পর প্রেসিডেন্ট নেতাজিকে সম্মান জানাতে গিয়ে প্রসেনজিতের ছবি উন্মোচন করেছেন, যিনি তার বায়োপিকে অভিনয় করেছেন। ঈশ্বর ভারতকে রক্ষা করুন। (কারণ এই সরকার নিশ্চিতভাবে তা পারবে না)।‘ পরে অবশ্য টুইটটি মুছে দিয়েছেন তিনি।

টুইটারের আরও কিছু পোস্টে একই দাবি করা হয়েছে। পরে অবশ্য এর বেশ কিছু মুছে ফেলা হয়েছে।

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি’র সোস্যাল মিডিয়া প্রধান অমিত মালভিয়া অবশ্য এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘নব্য বাঙালি বিশেষজ্ঞরা ভারতের রাষ্ট্রপতির উন্মোচন করা নেতাজির সুভাষ চন্দ্র বোসের ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজেদের বোকা বানাচ্ছেন, তাদের মনে করিয়ে দিতে চাই তাদের এইসব ভুয়া অ্যাক্টিভিজম মমতা বন্দোপাধ্যায়কে রক্ষা করতে পারবে না…।‘

/জেজে/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়