X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তল্লাশি করে মাদক উদ্ধার, ২ যুবকের ছয় মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৮

মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে জুয়েল রানা নামের এক যুবকের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রুবেল হোসেন নামের অপর এক ইজিবাইকের যাত্রীকে আটক করে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।  সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ও ডেফলতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

কারাদণ্ডপ্রাপ্ত জুয়েলের (৩০) বাড়ি সিঙ্গাইরের বায়রা গ্রামে। রুবেলের (২৪) বাড়ি জেলা সদরের উত্তর সেওতা এলাকায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় অবস্থান নেন অধিদফতরের লোকজন। বেলা ১টার দিকে ওই সড়কে একটি ইজিবাইক থামিয়ে জুয়েলের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা বড়ি উদ্ধার ও আটক করা হয়। এরপর বেলা দেড়টার দিকে ওই সড়কের ডেফলতলী এলাকায় অপর একটি ইজিবাইকের যাত্রীদের তল্লাশির সময় রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করার পর তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহের নিগার সুলতানা আটক দুজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। পাশাপাশি জুয়েলকে দুই হাজার টাকা এবং রুবেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তারা পরিশোধ করে।

অধিদফতরের জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে জুয়েল মাদকের ব্যবসা করে আসছিল। এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিন মাস কারাবাসের পর জামিনে বের হয়ে আবারও মাদকের ব্যবসা শুরু করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক