X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুলিশের এসআইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:০৩

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং রাজশাহী বিভাগে সেরা মাদকদব্য উদ্ধারকারী কর্মকর্তার পুরস্কারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের (৪৩) বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩৯ লক্ষাধিক টাকা অর্জনের অভিযোগ উঠেছে। রবিবার (২৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুদীপ্ত কুমার চৌধুরী নিজ কার্যালয়ের উপ-পরিচালকের কাছে এ মামলা করেন। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এজাহার ও অন্যান্য সূত্র জানায়, এসআই আলমগীর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শৌলীসবলা গ্রামের মৃত মবজেল হোসেনের ছেলে। তিনি বর্তমানে বগুড়ার সোনাতলা থানায় কর্মরত আছেন। তিনি ১৯৯৭ সালের ২৪ এপ্রিল কনস্টেবল পদে (তৎকালীন দাঙ্গা দমন বিভাগ) যোগদান করেন। এসআই হিসেবে পদোন্নতি পাওয়ার পর গত ২০১৩ সাল থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বগুড়ার শাজাহানপুর থানা এবং ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত বগুড়া ডিবিতে কর্মরত ছিলেন। এসআই আলমগীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন– এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শেষে সম্পদ বিবরণী জারি করা হয়। তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৮ লাখ ৭৫ হাজার টাকার স্থাবর এবং তিন লাখ ৭৬ হাজার ৭৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৭২ লাখ ৫১ হাজার ৭৮ টাকার সম্পদের মালিকানা অর্জনের ঘোষণা দেন। অনুসন্ধান ও যাচাইকালে তার নামে আরও সম্পদের সন্ধান পাওয়া যায়। আলমগীরের ৪৫ লাখ দুই হাজার ৭০১ টাকার গ্রহণযোগ্য আয় এবং ১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২২ বছরে ১১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা ব্যয় পাওয়া যায়। ফলে পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ পাওয়া যায় ৮৪ লাখ ১৬ হাজার ৫৭৮ টাকা। এক্ষেত্রে আসামি আলমগীর হোসেন তার জ্ঞাত আয় বহির্ভূত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকার সম্পদ অর্জন করেন। তিনি এ সম্পদ ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭ (১) ধারার শাস্তিযোগ অপরাধ করেছেন। দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে তার বিরুদ্ধে বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলা করা হয়েছে।

সুদীপ্ত কুমার চৌধুরী জানান, সোমবার দুপুর পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি।

বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এসআই আলমগীর হোসেন পিপিএম পদকপ্রাপ্ত। তিনি গত তিন মাস ধরে এ থানায় কর্মরত আছেন। বর্তমানে পাঁচ দিনের ছুটিতে গেছেন। তিনি তার বিরুদ্ধে দুদকের মামলার কথা শুনেছেন।

ফোন বন্ধ রাখায় এ বিষয়ে অভিযুক্ত এসআই আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়