X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা ভ্যাকসিন সংরক্ষণে প্রস্তুত নীলফামারী, সোমবার প্রথম বৈঠক

নীলফামারী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০৫:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৫:৪৬

নীলফামারীর ছয় উপজেলায় করোনা ভ্যাকসিন সংরক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইপিআই প্রকল্পের টিকা যে রেফ্রিজারেটরে রয়েছে সেখানেই করোনা ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা ভ্যাকসিন সংরক্ষণে বাড়তি কোনও ঝামেলা পোহাতে হবে না বলে জানান সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির।
তিনি জানান, জেলা পর্যায়ে ২৫ জানুয়ারি (সোমবার) মিটিং ডাকা হয়েছে। এতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় সংসদ সদস্যকে, তিনি হবেন উপদেষ্টা। এরপর সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব সিভিল সার্জনসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম পর্যায়ে ১৫ ক্যাটাগরির লোক এই টিকা পাবেন। উপজেলা বিষয়ক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এই তালিকা নিশ্চিত করবেন। তারা আমাদের কাছে ওইসব তালিকা পাঠিয়ে দিচ্ছেন। ইতোমধ্যে কিছু কিছু উপজেলা থেকে প্রথম সারির সেসব যোদ্ধাদের তালিকা আসতে শুরু করেছে।
ভ্যাকসিন প্রয়োগ বা কেন্দ্র কোথায় করা হবে জানতে চাইলে সিভিল সার্জন জানান, প্রথম পর্যায়ে জেলা ও উপজেলাভিত্তিক স্থানীয় হাসপাতালে টিকা প্রদান করা হবে। সেখানে ছয়জন প্রতিনিধি টিকা প্রয়োগের কাজ করবেন। এরমধ্যে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দুই জন, নার্স দুই জন ও স্বেচ্ছাসেবক দুই জন। প্রয়োজনবোধে আরও কর্মী বাড়ানো হবে।
তিনি বলেন, ইতোমধ্যে আমাকেসহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে স্বাস্থ্য বিভাগের সকল কর্মীকে প্রশিক্ষণের আওতায় আনবো।

ইপিআই প্রকল্পের ভ্যাকসিন রাখার এই বিশেষ ডিপ ফ্রিজারগুলোতেই রাখা হবে করোনার ভ্যাকসিন
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেবুল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে যাদেরকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। অপরদিকে, করোনা ভ্যাকসিন সংরক্ষনের জন্য যে তাপমাত্রার দরকার (২.৮ ডিগ্রী সেলসিয়াস) তা যথেষ্ট রয়েছে। বর্তমানে হাম-রুবেলা ভ্যাকসিন প্রয়োগ শেষের দিকে। আর করোনার ভ্যাকসিন সেই রেফ্রিজারেটরে রাখা হবে। পরবর্তীতে টিকার প্রাপ্যতা বৃদ্ধি পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরের সহকারী স্টোর কিপার মো. নুরুজ্জামান জানান, আগামী এপ্রিল মাসে করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য সরকারিভাবে ‘কোল্ড স্টোর রুম’ তৈরির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সকল প্রকার যন্ত্রপাতি এসে গেছে। কিছুদিনের মধ্যেই এর কাজ শুরু হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতার জানান, প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন কী পরিমাণ লাগবে বা কাদের ওই ভ্যাকসিন দেওয়া হবে সে ব্যাপারে জেলা পর্যায়ে মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
তিনি আরও বলেন, ভ্যাকসিন যারা পাবে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এতে ১৫ ক্যাটাগরির পেশাজীবী, বয়স্ক ও রোগীরা সুযোগ পাবে। আমরা ইতোমধ্যে সকল দফতর থেকে তালিকা চেয়েছি।

 

/টিএন/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো