X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিউ জিল্যান্ডে দুই মাস পর প্রথম করোনা আক্রান্ত শনাক্ত

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৮:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:০১
image

নিউ জিল্যান্ডে দুই মাসেরও বেশি সময় পর কমিউনিটির মধ্য থেকে এক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে দেশটিতে যতজন শনাক্ত হয়েছিলেন তাদের সবাই বিদেশফেরত ছিলেন। দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকার সময় তাদের সংক্রমণ ধরা পড়ে। তবে কোয়ারেন্টিন ফ্যাসিলিটির বাইরে করোনা শনাক্ত হওয়ার ঘটনা গত দুই মাসে এটাই প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে নিউ জিল্যান্ড। ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৯২৭ জন করোনা আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২৫ জনের।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে শনাক্ত হওয়া ওই নারীর বয়স ৫৬ বছর। তিনি সম্প্রতি ইউরোপ থেকে ফিরেছেন। বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের আইসোলেশন শেষ করার ১০ দিন পর তার শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। কিভাবে তিনি সংক্রমিত হলেন তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ওই নারী যেসব এলাকা ভ্রমণ করেছেন তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারী ইউরোপ থেকে ফেরার পর অকল্যান্ডের একটি ফ্যাসিলিটিতে কোয়ারেন্টিনে ছিলেন। গত ১৩ জানুয়ারি ফ্যাসিলিটি ছাড়েন তিনি। এর আগে তার দুইবার করোনা পরীক্ষা করা হয় এবং প্রত্যেকবারই ফল নেগেটিভ আসে। দুইদিন পর তার শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়। এরপর ধীরে ধীরে অবস্থার অবনতি হয়। শনিবার (২৩ জানুয়ারি) করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি এখন তার বাড়িতে আইসোলেশনে আছেন।

রবিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘সংক্রমণের উস কী এবং তিনি করোনার কোন স্ট্রেইন দ্বারা আক্রান্ত হয়েছে’ তা এখনই বলা সম্ভব নয়। তবে একে দ্রুত গতির স্ট্রেইন হিসেবে ধরে নিয়ে প্রয়োজনীয় পূর্বসতর্কতা নিচ্ছে মন্ত্রণালয়।

/এফইউ/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা