X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গৃহহীনদের ঘর উপহার: প্রধানমন্ত্রীকে নাগরিক সমাজের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৩০

৬৬ হাজার গৃহহীনকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দেশের বিশিষ্ট কয়েকজন নাগরিক। তারা এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

রবিবার (২৪ জানুয়ারি) বিকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে শনিবার (২৩ জানুয়ারি) সরকারি উদ্যোগে তৈরি ঘরের চাবি হস্তান্তর করেছে। বিশেষ করে, এই করোনা মহামারির সময়ে যেখানে অতি দরিদ্র ভূমিহীন মানুষের হার ২০১৮ সালের ২৪.৫০%-এর তুলনায় ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে বেড়ে ৪৫.৩০%-এ দাঁড়িয়েছে, এই সময়ে সরকারি উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের বসতভিটাসহ গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ।’

‘আমাদের মহান ৭২-এর সংবিধানে গৃহহীনদের জন্য গৃহ একটি মৌলিক অধিকার। সুতরাং, এই উদ্যোগ ৭২-এর সংবিধানের মৌলিক নির্দেশনা বাস্তবায়নের একটি প্রাথমিক উদ্যোগ হিসেবে গণ্য হতে পারে’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, ‘বর্তমান সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, এই সময়ে সারা দেশে মোট আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারকে বসতবাড়ি করে দেওয়া হবে।’

নাগরিক সমাজের পক্ষ থেকে বিবৃতিতে এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ করা হয়। বলা হয়, ‘এসব দরিদ্র পরিবারের মাঝে বসতবাড়ি বণ্টনের ক্ষেত্রে যেন কোনও স্বজনপ্রীতি বা অনিয়ম না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সরকার প্রধানের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেন—অধ্যাপক ড. আজিজুর রহমান, পঙ্কজ ভট্টাচার্য, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক এম এম আকাশ, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট এসএমএ সবুর, খুশী কবির,  রোকেয়া কবির, এমএ সামাদ, রাজিয়া সামাদ, আব্দুল মোনায়েম নেহেরু, ডা. মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট অশোক সরকার, অধ্যক্ষ সারওয়ার মানিক, নূরুর রহমান সেলিম, ডা. অসিত বরণ রায়, ডা. বাহারুল আলম, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, জয়ন্তী রায়, মফিজুল ইসলাম খান কামাল।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!