X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৯:৩৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৯
image

আন্তর্জাতিক অপরাধের আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। আমাজন বনাঞ্চল ধ্বংসের নীতি এবং আদিবাসীদের অধিকার ক্ষুণ্ন করায় বলসোনারোর বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের বিভিন্ন আদিবাসী নেতা এবং মানবাধিকার গ্রুপ। শুক্রবার নেদারল্যান্ডসের হেগের আদালতে এস অভিযোগ প্রাথমিকভাবে খতিয়ে দেখার আবেদন করা হয়। আদালতের চিফ প্রসিকিউটর ফাতহু বেনসুদা এগুলো খতিয়ে দেখে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত শুরু করা যায় কিনা তা নির্ধারণ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকটি পরিবেশগত সংকটের মুখে পড়েছে ব্রাজিল। বনাঞ্চলে অবৈধ কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের কারণে দেশটিতে বনাঞ্চল উজাড় বৃদ্ধিসহ দাবানলের ঘটনাও বেড়েছে। বলসোনারোর পরিবেশ নীতি নিয়ে ইতোমধ্যে ব্যাপক সতর্কতা জানিয়েছে পরিবেশবাদীরা।

ব্রাজিলের আদিবাসী নেতা এবং মানবাধিকার গ্রুপগুলোর পক্ষে আইসিসি’তে বলসোনারোর বিরুদ্ধে আবেদন করেছেন প্যারিসভিত্তিক আইনজীবী উইলিয়াম বারডন। আবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট আমাজন রেইনফরেস্টের যে ক্ষতির কারণ হয়েছেন তা ইকোসাইড (নির্বিচারে প্রাকৃতিক পরিবেশের বিনাশ) বলে গণ্য হতে পারে।

আইনজীবী উইলিয়াম বারডন জানিয়েছেন আদালতের সিদ্ধান্ত দেওয়ার কোনও সময়সীমা নেই। তবে এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ‘আমাজন ধ্বংসের কথা বিবেচনায় নিয়ে আমরা সময়ের সঙ্গেস পাল্লা দিচ্ছি’, বলেন তিনি।

জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে মূলত গণহত্যা ও যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার বিচার করে আসছে। তবে সমালোচনার মুখে ২০১৬ সালে আদালতটি আরও বিস্তৃত পরিসরের অপরাধ পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। এসব অপরাধের মধ্যে রয়েছে পরিবেশগত এবং সাংস্কৃতিক অপরাধ।

আইনজীবী উইলিয়াম বারডন বিশ্বাস করেন, তার আবেদনের ভিত্তিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ইকোসাইডের জন্য বিচারের মুখোমুখি করা যাবে। আদালতে উপস্থাপন করা ৬৮ পাতার একটি প্রতিবেদনে বিভিন্ন তথ্য উপস্থাপন করে সেগুলোকে মানবতাবিরোধী অপরাধ বলে দাবি করা হয়েছে। এগুলোর মধ্যে হত্যা, আদিবাসীদের জোর করে স্থানান্তরিত করা এবং ব্রাজিলের আদিবাসীদের নিপীড়ন করার বিভিন্ন তথ্য এই প্রতিবেদনে যুক্ত করা আছে।

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি