X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের কোহেলীয়া নদী পুনরুদ্ধারের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২

জাইকার অর্থায়নে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে কোহেলীয়া নদী ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করে করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও জাতীয় নদী জোট। এসময় সংগঠন দুটি যথাযথ কর্তৃপক্ষকে নদীটিকে পুনরুদ্ধার করার জন্য আহ্বান করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জাইকার অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হবার পর থেকেই, কোহেলীয়া নদী নানাভাবে বিপর্যয়ের শিকার হচ্ছে। সর্বশেষ নদীটিকে ভরাট করে রাস্তা করা হচ্ছে। এতে এখন নদীর খাল ও প্লাবন অঞ্চলসমূহ হারিয়ে যাচ্ছে। স্থানীয় জনসাধারণে এর প্রতিবাদ করলেও কোনও সুরাহা মিলছে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) এই সাধারণ সম্পাদক বলেন, উন্নয়নের নামে একটা জীবন্ত নদী ভরাট করে রাস্তা করে ফেলছে। তবুও আমরা এই দেশকে নদীমাতৃক দেশ বলছি। এটা ভাবতে আর কার কী হয় জানি না। আমার লজ্জা হয়।

সংবাদ সম্মেলনের সভাপতি ও জাতীয় নদী জোটের আহবায়ক শারমিন মুরশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে যখন নদনদী ও জলাশয় যখন আরও প্রশস্ত ও সংরক্ষণ করার জরুরি ঠিক তখনই কোহেলীয়া নদী ভরাট করা হচ্ছে। এতে মাতারবাড়ি ও মহেশখালীসহ মানুষ ও প্রকৃতির ওপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নদী জোটের সদস্য সাইদা রোকসানা শিখা, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুব বাপা'র সদস্য সচিব রাওমান স্মিতাসহ প্রমুখ।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!