X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পিএসজিতে নেইমারের ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৪:৫৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৪:৫৩

সময়ের হিসাব কষলে আরও আগেই মাইলফলকটিতে পৌঁছানোর কথা তার। ২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে প্যারিস সেন্ত জার্মেইতে যাওয়ার পর সময়ের স্রোত গড়িয়েছে তো অনেকটা। কিন্তু চোট ‘নিত্যসঙ্গী’ হয়ে দাঁড়ানোয় ম্যাচের ‘সেঞ্চুরি’ হতে সময় বেশি লাগলো নেইমারের। ‍শুক্রবার রাতে পিএসজির জার্সিতে ১০০তম ম্যাচটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাঙিয়ে নিয়েছেন আবার গোল করে।

লিগ ওয়ানে মঁপেলিয়েরের বিপক্ষে পিএসজির জয়টাও এসেছে সহজে। নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও মাউরো ইকার্দির লক্ষ্যভেদে ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নরা ১০ জনের মঁপেলিয়েরকে হারিয়েছে ৪-০ গোলে। এমবাপ্পেকে ফাউল করে মাত্র ১৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সফরকারী গোলকিপার জোনাস ওমলিন। এক খেলোয়াড় বেশি নিয়ে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি।

টানা চতুর্থ জয়ে প্যারিসের ক্লাবটি দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল। নতুন কোচ মাউরিসিও পোচেত্তিনো দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচ শুধু ড্র করেছিলেন সেন্ত এতিয়েনের বিপক্ষে। এরপর থেকে চলছে জয়রথ। সাবেক টটেনহাম কোচ কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর এক সপ্তাহ ছিলেন আইসোলেশনে, মঁপেলিয়ের ম্যাচ দিয়ে আবার ডাগ আউটে ফিরে ভীষণ খুশি পোচেত্তিনো, ‘আমি ভালো আছি। ফিরতে পেরে আমি আনন্দিত।’

দলের জয় আরও বেশি আনন্দ এনে দিয়েছে আর্জেন্টাইন কোচের মনে। ১০ জনের মঁপেলিয়েরের বিপক্ষে ৩৪ মিনিটে এগিয়ে যায় তারা এমবাপ্পের গোলে। এরপর দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ঝড়ে পেয়ে যায় ৩ গোল। ৬০ মিনিটে শুরুটা নেইমারের গোল দিযে। মিনিট খানেক পর স্কোরশিটে নাম তোলেন ইকার্দি। আর ৬৩ মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে পান এমবাপ্পে।

এই লড়াই দিয়েই পিএসজির হয়ে ১০০তম ম্যাচ খেললেন নেইমার। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিসে পা রেখে মাইলফলকটি ছুঁতে একটু বেশি সময়ই লেগে গেছে তার। কারণটা তার চোট ও বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা। ‘সেঞ্চুরি’ পূরণের ম্যাচটিতে প্যারিসের ক্লাবে নেইমার পেলেন ৮১তম গোল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না