X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুবির অস্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে সাবেক ২৭৩ শিক্ষার্থীর উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ০২:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০২:২২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় বর্তমান অস্থিতিশীল ক্যাম্পাস পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ২৭৩ সাবেক শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি খোলা চিঠি লিখেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে সাংবাদিক মো. সাইফুল ইসলাম বাপ্পী এবং উদ্যোক্তা ও নগর পরিকল্পনাবিদ আবির আহমেদ তালুকদার স্বাক্ষরিত খোলা চিঠিটি গণমাধ্যমেও পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ‘আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে যেকোনও পরিস্থিতিতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নতি-অর্জন-সুসময় ও দুঃসময়ের ভাগিদার। এ কারণে বিগত কিছুদিনের ঘটনা প্রবাহ আমাদের উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অনন্য, ছাত্র রাজনীতিমুক্ত, খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতিক কর্মকাণ্ড সমৃদ্ধ ক্যাম্পাসে কোনও ধরনের অস্থিতিশীল পরিবেশ কাম্য নয়। আমাদের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থীসহ সব অংশীদারকে নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে প্রাণচাঞ্চল্যপূর্ণ ও স্থিতিশীল এক বিদ্যাপিঠ, যেখানকার শিক্ষক শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি জ্ঞান সৃষ্টি ও ছড়িয়ে দেওয়ার কারিগর হিসেবে গোটা বিশ্বেই সুনাম অর্জনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি হয়ে উঠবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে ওঠার পাশাপাশি বেশ শঙ্কাও তৈরি করেছে। এ অবস্থায় আমরা খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোনও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ এবং কর্মসূচি নিলে তাতেও যুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি।'

চিঠিতে উল্লেখিত দাবির মধ্যে রয়েছে-
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ও এর অধ্যাদেশ অনুযায়ী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি কার্যকরভাবে বন্ধ চাই। পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে আলোচনার টেবিলে বসে জরুরি ভিত্তিতে সব সমস্যা সমাধান করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফেরত চাই। শিক্ষা পাওয়ার সুযোগ প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার, যেকোনও অবস্থাতে একজন শিক্ষার্থীরও শিক্ষাজীবনের ক্ষতি চাই না। যে অভিযোগে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়েছে, সে অভিযোগের বিপরীতে তাদের এ শাস্তি মারাত্মকভাবে অসামঞ্জস্য ও অসঙ্গতিপূর্ণ। এমনকি এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে আলোচনার মাধ্যমেও বিষয়টির সমাধান করা যেতো বলে আমরা মনে করি। তাছাড়া ঘটনার ভিডিও ফুটেজও বলছে, ঘটনাস্থলে অভিযোগকারী শিক্ষকেরা দায়িত্বশীল ও শিক্ষকসুলভ আচরণের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে কোনও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সাজা প্রদান ও তার পরে ব্যাখ্যা দাবি করার বিষয়টিকে আমরা সম্পূণরূপে বেআইনি ও বাংলাদেশের মহান সংবিধানের পরিপন্থী বলে মনে করছি। এ অবস্থায় ওই দুই শিক্ষার্থীর শাস্তি অবিলম্বে ও নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিগত দিনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমে অন্যায় ও দুর্নীতি বিষয়ক সব অভিযোগের দৃশ্যমান তদন্ত ও বিচার চাই। বর্ধিত বেতন-ফি বাতিল করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা, আবাসিক হল, কেন্দ্রীয় অডিটোরিয়াম, টিএসসিসহ জরুরি অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদর্শমানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করাসহ শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়িত করার আহ্বান জানান সাবেক শিক্ষার্থীরা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন শক্তি ও রাজনৈতিক সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির সুযোগে এ নিয়ে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে। আমরা কোনও অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপ্রবেশ চাই না। এ অবস্থায় ঘটনাটিকে আরও এগিয়ে যেতে দিলে তা কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতা ও কতিপয়ের স্বার্থসিদ্ধিমূলক আচরণেরই বহিঃপ্রকাশ হবে বলে মানে করছেন শিক্ষার্থীরা।

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়