X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মার্চে হচ্ছে না এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ২৩:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২৩:০৮

গত বছরের সেপ্টেম্বরেই ঢাকায় হওয়ার কথা ছিল এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি পেছানো হয়েছিল তখন। নতুন সূচিতে হওয়ার কথা ছিল এই বছরের ১১ মার্চ থেকে। মহামারিতে নতুন সূচিতেও ইভেন্টটি আয়োজন করা যাচ্ছে না। পুরো আসরটি আবারও স্থগিত করেছে এশিয়ান হকি ফেডারেশন।

ছেলেদের আসরটির মতো কোরিয়াতে হওয়ার কথা ছিল মেয়েদের আসর। স্থগিত করা হয়েছে সেই ইভেন্টও। আয়োজক বাংলাদেশ ছাড়াও ছেলেদের হকির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আরও অংশ নেওয়ার কথা ছিল ভারত, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া ও জাপান।

টুর্নামেন্ট স্থগিত প্রসঙ্গে এশিয়ান হকি ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘শুরুতে ইভেন্ট দুটি আয়োজনের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ও কোরিয়ান হকি অ্যাসোসিয়েশনকে তাদের সর্বাত্মক প্রচেষ্টার প্রশংসা জানাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি, মহামারি পরিস্থিতিতে সেটা আর হচ্ছে না। সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। কিন্তু সব কিছুই করা হয়েছে আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে। মূলত অ্যাথলেটদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টিই এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী অক্টোবরে ইভেন্টটির সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে।  

এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘ইভেন্ট স্থগিত হওয়ার বিষয়টি আমাদের এখনও জানানো হয়নি। তবে আমরা বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছি।’

তিনি আরও বলেছেন, আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা পেলে হকির চলমান ক্যাম্পটিও স্থগিত করবেন তারা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা