X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ২ কোটি ডোজ ভ্যাকসিন দিতে চায় চীনের ক্যানসিনো

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ২২:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২২:১১

চীনা কোম্পানি বায়োটেকনোলজি ফার্ম ক্যানসিনো বায়োলজি পাকিস্তানকে ২ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে পাকিস্তানের কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে ক্যানসিনোর। চুক্তি হলে জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে টিকা প্রয়োগ শুরু করতে পারে কোম্পানিটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় কোম্পানি এজেএম ফার্মা লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে ক্যানসিনোর। সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজার হাসান আব্বাস জাহির বলেছেন, পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছে ক্যানসিনো বায়োফার্ম। প্রাথমিকভাবে ২ কোটি টিকার ডোজ তারা পাঠাতে পারে পাকিস্তানে। কম দামেই পাকিস্তানকে টিকা দিতে চায় চীন।

পাকিস্তানে ক্যানসিনো বায়োফার্মের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। তৃতীয় স্তরের ট্রায়াল প্রায় শেষের দিকে। ক্যানসিনো জানিয়েছে, পাকিস্তান সরকারের অনুমোদন পেলে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগ শুরু করা যাবে।

পাকিস্তানে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। ক্যানসিনো জানিয়েছে, পাকিস্তানে এখনও অবধি প্রায় ১৮ হাজার জনের ওপর টিকার ট্রায়াল হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য।

চীনে জরুরি ভিত্তিতে আগেই ছাড়পত্র পেয়েছে ক্যানসিনো বায়োফার্মের ভ্যাকসিন। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ভেক্টর ভ্যাকসিন তৈরি করেছে ক্যানসিনো। সর্দি-কাশির ভাইরাস অ্যাডেনোভাইরাসের নিষ্ক্রিয় স্ট্রেন থেকে ডিএনএ ভেক্টর ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে।

ক্যানসিনোর ভাইরোলজিস্টরা জানিয়েছেন, করোনার স্পাইক প্রোটিন নিষ্ক্রিয় করে অ্যাডেনোভাইরাসের স্ট্রেনের সঙ্গে মিলিয়ে ভেক্টর ভ্যাকসিন তৈরি হয়েছে।

চীনের সামরিক হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইয়ের দাবি, ক্যানসিনোর ভ্যাকসিন ক্যানডিডেটের তিন স্তরের ট্রায়ালেই ভালো ফল দেখা গেছে। তার মতে, এই ভ্যাকসিনের প্রভাবে শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পাকিস্তান, রাশিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো ও চিলিতে ট্রায়াল চালিয়েছে ক্যানসিনো।

 

/এএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা