X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অনলাইনে ভোট মিললেই জয় পাবে বাংলাদেশের ‘মাদারস পার্লামেন্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ২১:১০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:১৭

আগামী ২৫ জানুয়ারি এক সোনালি মুহূর্তের অপেক্ষায় আছে বাংলাদেশ। গৌরবের সেই মুহূর্ত আসতে পারে নেদারল্যান্ডসে আয়োজিত গ্লোবাল ইভেন্ট ‘ক্লাইমেট অ্যাকশন সামিটে’। গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ- জিডব্লিউপি এই সম্মেলন উপলক্ষে ‘ওয়াটার চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস’ এর উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে পানির জলবায়ুজনিত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে নানা অভিজ্ঞতার কথা উঠে এসেছে।

মাদারস পার্লামেন্ট (এমপি) নামে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের নারীরা এই প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে মনোনীত। বাংলাদেশের মানুষের কাছে তারা অনলাইনে ভোট চেয়ে আবেদন করেছেন। একটি ভোট দেশকে এগিয়ে নেবে বলে আশা ব্যক্ত করেছে মাদারস পার্লামেন্ট।

সম্মেলনে বিশ্ব নেতাদের পাশাপাশি থাকবেন বিভিন্ন স্থান থেকে যুক্ত হওয়া স্থানীয় অংশীদাররা। আয়োজনে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে, এখান থেকে বিশ্ব পাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। যাতে বিশ্বজুড়ে নতুন সহযোগী এবং উদ্যোক্তাদের কাছে প্রতিশ্রুতির বর্ণনা  থাকবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালের জুন পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৩৫০টি আবেদনের মধ্যে একটি ছিল ডব্লিউএএসএইচ ফ্যাসিলিটি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর এই উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশের মাদারস পার্লামেন্ট। পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত রাখা একটি জুড়ি বোর্ড যাচাই-বাছাই করে এমন ১৩৯টি উদ্যোগকে যোগ্য ঘোষণা করে। এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশও। এরপর গত সেপ্টেম্বরে দ্বিতীয় রাউন্ডে ৭৮টি ইন্সপাইরিং সেমি-ফাইনালিস্ট তালিকাতেও জায়গা করে নেয় মাদারস পার্লামেন্ট। শেষ ধাপে অক্টোবরে জুরি বোর্ডের মূল্যায়নে ১২ ফাইনালিস্টের অনার্স বোর্ড ঘোষণা করা হয়। এবার চূড়ান্ত মুহূর্ত। আর এই উদ্যোগ এখন চ্যাম্পিয়নের ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ পেতে বাংলাদেশের মানুষের ভোটের অপেক্ষায় আছে।

এমপিরা (মাদারস পার্লামেন্টের সদস্যরা) সফলতার সঙ্গে সাশ্রয়ী ডব্লিউএএসএইচ প্রযুক্তির কথা প্রচার করে গেছেন। তাদের এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান লবণাক্ততা এবং বন্যার সমস্যা নিরসনে কাজ করে এই টেকনোলোজি। ফাইনালিস্ট হিসেবে তাদেরকে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠেয় দলগুলোর সম্মেলন (সিওপি) ২৬- এ  ডাকা হবে। সেখানে তারা জলবায়ু প্রতিরোধী জনগোষ্ঠী হয়ে ওঠার গল্প শোনাবেন।

মাদারস পার্লামেন্টেকে এই উদ্যোগে তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা করছেন ফয়জুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠানটি অনেকগুলো ধাপ পেরিয়ে সেরা ১২তে পৌঁছেছে। পিপলস চয়েসে অনলাইন ভোট দেওয়া শুরু হলে বর্তমানে এর অবস্থান তৃতীয়। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে বলিভিয়া এবং ব্রাজিল। ভোট দেওয়া যাবে আগামী ২৪ তারিখ পর্যন্ত। আমাদের আহ্বান, ভোট করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। কেননা, যারা এই অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাদের কাজের প্রতি, দেশের প্রতি এই সামিটের সুনজর থাকে এবং আগামীতে জলবায়ু পরিবর্তন বিষয়ের কাজে সেটা সহায়ক হবে।’

/এফইউ/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী