X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফের পিছু হটলো জেমস বন্ড!

বিনোদন ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:০৩

করোনাকাল মাথায় নিয়ে ফের পিছু হটলো রুপালি পর্দার বিশ্ব তারকা জেমস বন্ড। অর্থাৎ মুক্তির তারিখ ফের পিছিয়ে গেলো ‘নো টাইম টু ডাই’ ছবিটির।

মুক্তির তারিখ এপ্রিল থেকে নেওয়া হলো অক্টোবরে। ২১ জানুয়ারি ছবিটির প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স এ ঘোষণা দেয়।

‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তির কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। করোনার আঘাতে সেটি নেওয়া হলো একই বছরের নভেম্বরে। সেটিও সম্ভব হলো না। জানানো হলো, ২০২১ সালের এপ্রিলে ছবিটা নিশ্চিত মুক্তি পাচ্ছে। জানুয়ারিতে এসে সেটিও পিছিয়ে গেলো।

ছবিটিতে পঞ্চম ও শেষবারের মতো আয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। গল্পে অপহৃত একজন বিজ্ঞানীকে উদ্ধার করতে গিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রহস্যময় ভিলেনের মুখোমুখি হবে জেমস বন্ড। তার নতুন শত্রু সাফিন চরিত্রে আছেন অস্কার জয়ী রামি মালেক।

নতুন জিরো জিরো সেভেন হিসেবে থাকছেন লাশানা লিঞ্চ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পেক্টর’-এর পর আবারও বন্ডকন্যা ম্যাডেলেইন সোয়ান চরিত্রে অভিনয় করছেন ফরাসি তারকা লেয়া সেদু। নতুন বন্ডকন্যা হয়েছেন আনা ডি আরমাস। এম এবং কিউ চরিত্র দুটিতে ফিরছেন যথাক্রমে র‌্যালফ ফাইনেস ও বেন হুইশো।

মানিপেনি হিসেবে আছেন যথারীতি নাওমি হ্যারিস। এমআইসিক্সের চিফ অব স্টাফ বিল ট্যানারের ভূমিকায় রয়েছেন ররি কিনিয়ার। সাবেক সিআইএ প্রতিনিধি ফেলিক্স লেটার হিসেবে দেখা যাবে জেফ্রি রাইটকে।

নতুন বন্ড ছবির চিত্রনাট্যকার দলে আছেন ফিবি ওয়ালার-ব্রিজ। জ্যামাইকা, লন্ডন, ইতালি ও নরওয়েতে এর শুটিং হয়েছে। মেট্রো-গোল্ডওয়াইন-মেয়ার ও ইওএন প্রোডাকশন্স প্রযোজিত ছবিটির পরিবেশনা করবে ইউনিভার্সাল পিকচার্স

২৫তম বন্ড ছবির অফিসিয়াল থিম সং গেয়েছেন আমেরিকান পপ সেনসেশন বিলি আইলিশ। তার ইউটিউব চ্যানেলে গত বছর ১ অক্টোবর ‘নো টাইম টু ডাই’ শীর্ষক মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। বন্ড ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এর থিম সং গাওয়া সর্বকনিষ্ঠ সংগীতশিল্পী এই কিশোরী।

সূত্র: বিবিসি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান