X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টুইটারে ট্রাম্পের ছবি পোস্ট করে প্রতিশোধের হুমকি খামেনির

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১৯:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:০৫
image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার টুইটার অ্যাকাউন্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করে হুমকি দিয়েছেন। ২০২০ সালে নিহত ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। লিখেছেন, ‘প্রতিশোধ অনিবার্য’। এই টুইট বার্তা প্রকাশের পর টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে অংশ না নিয়ে ট্রাম্প এদিন হোয়াইট হাউজ ছেড়ে  ফ্লোরিডায় তার মার-এ-লাগো গলফ ক্লাবে চলে যান। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি পোস্ট করেন খামেনি। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্প গলফ খেলছেন আর তার ওপর একটি যুদ্ধবিমান কিংবা ড্রোনের ছায়া পড়েছে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, ‘সোলাইমানির হত্যাকারী ও যিনি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তারা অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হবে। যেকোনও সময় প্রতিশোধ নেওয়া হতে পারে।’

টুইটারে ট্রাম্পের ছবি পোস্ট করে প্রতিশোধের হুমকি খামেনির

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যান ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি। এ সফর চলাকালে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিলেন। এর পর ইরাকের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরাকের ইরান সমর্থিত বিদ্রোহীরা এসব হামলা চালায়। তবে তেহরানের দাবি, সোলাইমানি হত্যার মূল প্রতিশোধ নেওয়া এখনও বাকি রয়েছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

বিভিন্ন সময়েই ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে হুমকি দিয়ে আসছেন। এ মাসের শুরুর দিকে জেনারেল কাসেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি বলেন, ইরান এখনও জবাব দিতে প্রস্তুত আছে।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘তোমরা যে অপরাধ করেছো তার মাধ্যমে বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছো। কাজেই আমেরিকার ভেতর থেকেই যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অপকর্ম করে আমেরিকান বাহিনী কুদস বাহিনীকে প্রতিরোধের পথ থেকে পিছপা করতে পারবে না।’

/এফইউ/এএ/
সম্পর্কিত
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!