X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সোনা ব্যবসায়ী’ প্রতারক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৮:০৪আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৮:০৪

সোনা ব্যবসায়ী পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের রফিকুল ইসলাম রাফির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়,এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজকুমার সরকার চার আসামিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রফিকুল ইসলাম রাফিকে  সাত দিনের রিমান্ড এবং অপর তিন আসামিকে কারাগারে রাখার আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রফিকুল ইসলাম রাফিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলো— সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মো. নিক্সন মিয়া (৩০)।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি গোয়েন্দা টিম। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, এটি একটি প্রতারক চক্র।  নিজেদের সোনা ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা।  এই চক্রটি পরস্পর যোগসাজশে গত ১৭ ডিসেম্বর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে সোনা দেওয়ার নাম করে দুটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!