X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার বিলম্বিত করার অনুরোধ রিপাবলিকানদের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১৫:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:১১
image

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন বিচার শুরুর ক্ষেত্রে বিলম্ব করার জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছে রিপাবলিকানরা। আত্মপক্ষ সমর্থনে ট্রাম্পকে প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নিজেদের মধ্যে এক কনফারেন্স কলে সিনেটের মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল এ তথ্য জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি সে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়। ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠাতে হবে। সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি। 

২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এবার উচ্চ কক্ষ সিনেটেও ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। কোনও প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে সিনেটে অভিশংসন বিচার শুরুর ঘটনা এটাই প্রথম। ডেমোক্র্যাটরা কত দ্রুততার সঙ্গে অভিশংসন প্রস্তাবটি সিনেটে প্রেরণ করবেন তা এখনও নিশ্চিত নয়। তবে এ নিয়ে জোর প্রস্তুতি চলছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে টেলিফোন কনফারেন্সে অংশ নেন সিনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল। তখন তিনি বলেন, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত যেন সিনেটে ইম্পিচমেন্ট আর্টিকেল না পাঠানো হয় সে ব্যাপারে হাউজ ডেমোক্র্যাটদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে বিচার পূর্ববর্তী আত্মপক্ষ সমর্থন ও যুক্তি-তর্ক উপস্থাপনের ক্ষেত্রে ১১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন ট্রাম্প। এর মানে হলো, সিনেচে তখন অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু হতে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়ে যাবে। এরইমধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা। সেক্ষেত্রে সময় বাড়ানোর ব্যাপারে ডেমোক্র্যাট মেজরিটি লিডার চাক শুমারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে তাদেরকে।

এক বিবৃতিতে ম্যাককনেল বলেন, ‘সিনেট রিপাবলিকানরা এ নীতিতে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ যে সিনেটের ইন্সটিটিউশন, প্রেসিডেন্টের কার্যালয় এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ প্রক্রিয়ার দাবিদার। যা তার অধিকার এবং গুরুতর বাস্তব, আইনি ও সংকটে থাকা সাংবিধানিক প্রশ্নগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে।’

/এফইউ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!