X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বৈচিত্র্যময় মোস্তাফিজকে দেখার আমন্ত্রণ জানালেন গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ২০:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২০:২৩

বল ভেতরে ঢোকাতে না পারাতেই লাল বলের চুক্তিতে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে সাম্প্রতিক সময়ে এই পেসারের বোলিংয়ে বৈচিত্র্য আসায় তাকে আবার টেস্টের বিবেচনায় রাখার কথা ভাবছে বিসিবি। যার ঝলকটা অবশ্য বুধবারের প্রথম ওয়ানডেতেই দেখিয়েছেন মোস্তাফিজ। বেশ কিছু বল ভেতরে ঢোকাতে পেরেছেন। বোলিং কোচ ওটিস গিবসনও জানালেন, সামনের ম্যাচগুলোতে অন্য রূপেই দেখা যাবে মোস্তাফিজকে।

কাটারে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল আড়াআড়ি বের করার দক্ষতা আগে থেকেই ছিল মোস্তাফিজের। শুধু অপূর্ণতা ছিল ডানহাতি ব্যাটসম্যানের বেলায় বল ভেতরের ঢোকাতে না পারা। সেটি নিয়েই গিবসনের সঙ্গে কাজ করেছেন মোস্তাফিজ। গিবসনের দেখানো গ্রিপে কাজ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই সাফল্য দেখিয়েছেন।

বুধবার মিরপুরে মিডল স্টাম্পের ওপর পিচড করা বল খানিকটা সুইং করে ভেতরে ঢুকতেই সুনিল আম্রিস পরাস্ত হয়ে আর শট নিতে পারেননি, হয়েছেন এলবিডব্লিউ। আম্রিসকে ইন সুইংয়ে কাবু করার পর জশুয়া ডি সিলভাকে কাটারে পরাস্ত করেছেন। সবমিলিয়ে ৬ ওভারে ২০ রানের বিনিময়ে ক্যারিবিয়ান দুই ওপেনারকে আউট করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার।

সাধারণত বাঁহাতি পেসারদের জন্য ইনসুইং বড় অস্ত্রের নাম। তাই স্বভাবজাত কাটারের সঙ্গে এই অস্ত্র যুক্ত হলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন মোস্তাফিজ। সেটাই জানালেন ওটিস গিবসন, ‘সে অনেক পরিশ্রম করেছে। তার (মোস্তাফিজ) সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। আমরা চেষ্টা করেছি বল ভেতরে ঢোকাতে, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি, তার কব্জির পজিশন থেকে শুরু করে অনেক কিছুই। সে ইতোমধ্যে প্রমাণ করেছে যে, সে তার কব্জির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি, সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচগুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করানো দেখতে পারবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়