X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর ব্যবস্থা

প্রধানমন্ত্রীর উপহার পেতে টাকা নেওয়ার অভিযোগ: তদন্ত কমিটি গঠন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৯:১৫আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৩২

কক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণ করা ঘরগুলো বণ্টনে মধ্যস্বত্ত্বভোগীর দ্বারা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘টাকা ছাড়া মিলছে না প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদে এই ইস্যুতে একটি বৈঠক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ এর থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর নজরে এসেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

উল্লেখ্য, ‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই শ্লোগান বাস্তবায়নে আগামী শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম পর্যায়ে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হতদরিদ্র গৃহহীন ৫০ পরিবারকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে একটি করে ঘর। কিন্তু, বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় তৈরি করে ঘর বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও অনেক সুবিধাভোগীর কাছ ১৫ থেকে ২০ হাজার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এক মৎস্যজীবী নেতার বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল বুধবার (২০ জানুয়ারি) বাংলা ট্রিবিউনে ‘টাকা ছাড়া মিলছে না প্রধানমন্ত্রীর উপহারের ঘর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই টেকনাফ উপজেলা প্রশাসন এ ঘটনা তদন্তে এ কমিটি গঠন করলো।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও