X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ, মধ্যরাতে রণক্ষেত্র কাজির দেউরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২১, ১০:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১০:২৯

চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২০ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালি থানার কাজির দেউরি এলাকায় নূর আহমদ সড়কে এই ঘটনা ঘটে। ওই এলাকায় বিএনপি কার্যালয়ের অদূরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, নসিমন ভবনের অদূরে রাবেয়া রহমান গলির সামনে মেয়র প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমনের কার্যালয়ে ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে পরে কাউন্সিলর প্রার্থীর অনুসারী ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএনপি কার্যলয়ে ভাঙচুর চালিয়েছেন।

তবে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, কোনও ধরনের উসকানি ছাড়াই স্থানীয় কাউন্সিলর প্রার্থীর অনুসারীরা বিএনপি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়। চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নগরীর জামালখান ও নন্দনকান এলাকা থেকে আসা কাউন্সিলর প্রার্থী শৈবালের অনুসারীরা নাসিমন ভবনের সামনের সড়কে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মূল সড়ক অবরোধ করেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা নাসিমন ভবনে অবস্থান নেন। এসময় নাসিমন ভবনের ভেতরে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শৈবালের অনুসারী ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাত ১২টার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ নগর বিএনপি নেতারা নাসিমন ভবনে ছিলেন। ঘটনার পর ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, ‘আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম। এরইমধ্যে আওয়ামী লীগের একটি মিছিল হঠাৎ পার্টি অফিসের সামনে এসে ককটেল, ইট এসব নিক্ষেপ করতে থাকে। কোনও কারণ ছাড়াই এ হামলা করা হয়েছে। কার্যালয়ের সামনে থাকা আমাদের গাড়ি ভাঙচুর করেছে। নির্বাচনের পরিবেশকে তারা অশান্ত করে তুলছে। ধানের শীষের বিজয় তারা আঁচ করতে পেরে এভাবে হামলা মামলা শুরু করে দিয়েছে।‘

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ঘরের সামনে নৌকার পোস্টার লাগানো আছে। কেউ পোস্টার ছিঁড়েছে? বরং তারা আমাদের পোস্টার ছিঁড়েছে। আমার বাসার সামনে সব ইনটেক পোস্টার লাগানো আছে। আমরা তো সহনশীল। আমরা তো সুন্দর রাজনীতি করি।’

এদিকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন হামলার জন্য নাসিমন ভবনে থাকা বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীরা আমাদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে উত্তেজিত নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায়। এসময় বিএনপি নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় আমাদের চার কর্মী আহত হয়েছেন।’

এ সম্পর্কে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন-জামালখান ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শৈবাল দাস সুমনের নেতৃত্বে একটি মিছিল নসিমন ভবন ক্রস করার সময় ভবনের ভেতর থেকে ককটেল ও ইট মারা হয়েছে। এরপর আওয়ামী লীগের মিছিল থেকেও পাল্টা ইট মারা হয়। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সবার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়