X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভাতিজিকে ব্লেড দিয়ে আঁচড়ে দিয়ে রক্তাক্ত, চাচা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০৩:১৭আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৩:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় মুখোশ পরা সহযোগীদের হামলায় আহত ও ব্লেডের আঁচড়ে ক্ষত-বিক্ষত হওয়া শান্তা আক্তার (২৫) নামে এক নারীকে জেলা সদরের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল।
এদিকে, ওই ঘটনায় শান্তার তিন চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার মা। মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত তিন জনের একজন আলী মিয়াকে তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আলী মিয়া। মঙ্গলবার রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম বলেন, গত রবিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে শান্তা আক্তার নামে তিন সন্তানের জননীকে হাত-পা বেঁধে মারধর শেষে তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে পোঁচ দিয়ে রক্তাক্ত করে। এই ঘটনার শন্তার মা রৌশনারা আক্তার বাদী হয়ে শান্তার তিন চাচা হুমায়ূন মিয়া, আলী মিয়া ও রতন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বাকি আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য আহত শান্তা আক্তার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামের আলগাবাড়ির আইয়ুব মিয়ার মেয়ে ও একই গ্রামের পাশাপাশি বাড়ির রাজমিস্ত্রি রাসেল মিয়ার স্ত্রী। কয়েক দিন আগে শান্তার ছেলের সাথে চাচা হুমায়ূন মিয়ার ছেলের ঝগড়া হয়েছিল। এ নিয়ে হুমায়ূন মিয়া শান্তাকে গালাগাল করে দেখে নেওয়ার হুমকি দেন। গত রবিবার সন্ধ্যায় শান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার জন্য বাড়ি থেকে বের হলে কয়েকজন মুখোশপড়া ব্যক্তি শান্তাকে আটক করে তার হাত-পা বেঁধে ফেলে। পরে শান্তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আঁচড় দিয়ে তাকে রক্তাক্ত করে। এ সময় শান্তার চিৎকারে তার মা রওশন আরাসহ স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শান্তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শান্তার মায়ের ধারণা, এ ঘটনায় হুমায়ুন ও তার অপর দুই ভাই জড়িত।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন