X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনি প্রচারণার সময় ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২১, ২০:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:৩১

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বলিরহাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ জানুয়ারি) বিকালে বলিরহাট ফার্নিচার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় বলিরহাট এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। একই সময় বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলকর্মীরা সেখানে প্রচারণা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে রয়েছেন– ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াজেদ। যুবদল নেতা মো. নুরুদ্দিন, মো. ইউনুছ, মো. নয়ন, মো. ইব্রাহিম, মো. রাশেদ, মো. ফরিদ, এসএম রুবেল, মো. আমীর. মো. আজাদ।

সংঘর্ষের জন্য স্থানীয় আওয়ামী লীগ কাউন্সিলর মোহাম্মদ হারুনের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গণসংযোগ শেষ করে আমরা বলিরহাট এলাকায় পথসভা করছিলাম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুনের ভাতিজা ইমরান ও  ছাত্রলীগ নেতা এনামুল হক মানিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা হঠাৎ পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা অন্তত চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। হামলায় আমাদের ১০ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা এলাকার যুবদল নেতা মোহাম্মদ ইউনুছের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

অন্যদিকে একই ঘটনার জন্য যুবদল নেতাকর্মীদের দায়ী করছেন ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক। তিনি বলেন, ‘আমরা মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে  প্রচারণা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছেন। প্রতিরোধে আমরা তাদের পাল্টা ধাওয়া করেছি।’ 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি