X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ময়মনসিংহ ও পটুয়াখালী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৪

ময়মনসিংহের ত্রিশাল ও পটুয়াখালীর মহিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনা সংঘটিত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ত্রিশালে বালিপাড়া রোডে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাতেমা বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার বুলবুল (৩৫), নান্দাইল উপজেলার চৈইতন খালী এলাকার একই পরিবারের বাদশা (২২) জীবন নাহার (২৫) মীম আক্তার (১৭) ও নান্দাইল উপজেলার চরছিরামপুরের আলাউদ্দিন (৪৫)।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাহমুদুল হাসান। তিনি বলেন, বালীপাড়া রোডের কর্তাখালীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আহতদের উদ্ধার করে চিৎকিসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, মহিপুরে গাছ বোঝাই টমটম উল্টে বাবুল (১১) নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশুর বাবা রুহুল আমিন। সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুহুল আমিন ও তার ছেলে বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে টমটম (থ্রি হুইলার) যোগে মহিপুরে যাচ্ছিলো। এসময় নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন এলাকায় পৌঁছালে টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিক রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এলাবাসীর অভিযোগ, বেশ কয়েক বছর ধরে সড়কের ভগ্ন দশায় এ দুর্ঘটনা ঘটেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়