X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দ্রুততম ভিউ: অপূর্ব বনাম অপূর্ব!

সুধাময় সরকার
২০ জানুয়ারি ২০২১, ১৪:৩৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:১৮

এক্সচেঞ্জ-এ সাবিলা ও অপূর্ব জিয়াউল ফারুক অপূর্বকে এখন চিহ্নিত করা যায় টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ও প্রভাবশালী অভিনেতা হিসেবে। এবং সেটি পজিটিভ অর্থেই। তার অর্জন ও জনপ্রিয়তার ধারাবাহিকতা সেটাই প্রমাণ করে।

যদিও অপূর্ব মনে করেন, তিনি কিছুই নন, তার যা কিছু অর্জন, সবটুকুই দর্শকদের উপহার মাত্র। কথা প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুধু দর্শকদের মন রক্ষা করে সময়ের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করি। টিভি, স্যাটেলাইট টিভি, ইউটিউব, অ্যাপ- জানি না সামনে আরও কত মাধ্যম আছে। প্রতিটি মাধ্যমেই আমি চেষ্টা করি দর্শকদের সঙ্গে থাকতে। কারণ, দর্শক ও সময়- এই দুটোর বাইরে আমরা কেউ, কিছু নই।’

সম্প্রতি আলোচনায় উঠে এসেছে সিএমভি প্রযোজিত ও অপূর্ব অভিনীত নাটক ‘এক্সচেঞ্জ’। সহশিল্পী ছিলেন সাবিলা নূর। গত ২৩ নভেম্বর রুবেল হোসেন পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশ হয়। এরপর মাত্র ৫৩ দিনের মাথায় (১৫ জানুয়ারি) এটি অতিক্রম করে কোটি ভিউর ক্লাব! যা বাংলাদেশের নাটকের ইতিহাসে দ্রুততম ভিউ বিচারে দ্বিতীয় স্থান।

এর আগে ক’মাস আগেই এই অবস্থানে ছিল সিএমভি প্রযোজিত ও অপূর্ব-মেহজাবীন চৌধুরী অভিনীত একই নির্মাতার আরেক নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’! এটি ইউটিউবে প্রকাশের ৭৩ দিনের মাথায় এক কোটি ভিউ অতিক্রম করে।

মাত্র ৫৩ দিনে ‘এক্সচেঞ্জ’ অতিক্রম করে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটকটির রেকর্ড। ফলে তৃতীয় অবস্থানে নেমে আসে ‘চাপাবাজ’ নাটকটি। অন্যদিকে প্রথম অবস্থানে রয়েছে অপূর্ব-মেহজাবীন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। এটি ৩৩ দিনে অতিক্রম করে কোটি ভিউর ঘর।

এখন দ্রুততম কোটি ভিউর প্রথম ৪টি নাটকই জিয়াউল ফারুক অপূর্বর দখলে! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভালো লাগার বিষয়। অহংকারের নয়। দ্রুততম তালিকায় ৪টি কাজই আমার, মানে দর্শকরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন রেকর্ডটির সঙ্গে সংযুক্ত সবার প্রতি।’

এদিকে ‘এক্সচেঞ্জ’ নাটকে অপূর্বর সহশিল্পী সাবিলা নূরের লম্বা ক্যারিয়ারে এটিই প্রথম কোটি ভিউ! সঙ্গে দ্রুত ভিউর তকমা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যারিয়ারে এটাই প্রথম কোটি ভিউ! তাই বেশি বেশি খুশি খুশি লাগছে। সেই খুশির পালে বাতাস লাগলো তখন, যখন জানলাম এটি দ্রুততম সময়ের মধ্যে কোটি ভিউ হওয়া দ্বিতীয় নাটক! কৃতজ্ঞতা জানাই আমার নির্মাতা, সহশিল্পী আর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি। এই অর্জন পুরো টিমের।’

এক্সচেঞ্জ-এ সাবিলা নূর খুব কম সময়ের ব্যবধানে সিএমভির দুটি নাটক (‘চাপাবাজ’ ও ‘এক্সচেঞ্জ’) দ্রুততম কোটি ভিউর ক্লাবে ঢুকে পড়লো। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘ভিউর প্রধান কৃতিত্ব দর্শকদের, যারা আমাদের ব্যানার ও ইউটিউব চ্যানেলের প্রতি আস্থা রেখে চলেছেন। আমরা সবসময়ই দর্শকদের মানসম্মত কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছি। সস্তা জনপ্রিয়তা বা দর্শকদের ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। তারই ফলাফল এসব অর্জন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এভাবেই এগিয়ে যতে চাই।’

এদিকে আওয়াজ মিলছে, একই প্রতিযোগিতায় শিগগিরই শামিল হচ্ছে সিএমভি প্রযোজিত সদ্য প্রকাশিত নাটক ‘শিল্পী’। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ১৮ জানুয়ারি এটি উন্মুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় অতিক্রম করেছে ১০ লাখ ভিউর ঘর!

ধারণা করা হচ্ছে, দ্রুততম কোটি ভিউর প্রতিযোগিতায় ‘‌শিল্পী’ও জায়গা করে নেবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম