X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবারের ফেরা ৬ বছর পর!

বিনোদন রিপোর্ট
বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১২:০২আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১২:১৬

প্রথম অ্যালবাম প্রকাশের ১০ বছর পর ২য় অ্যালবাম! প্রথমটি তুমুল হিট, পরেরটিও প্রশংসিত। তবুও ৬ বছর বিরতি নিলেন নতুন গান প্রকাশের জন্য। অবশেষে প্রথম সিঙ্গেল নিয়ে হাজির হচ্ছেন আলোচিত কণ্ঠশিল্পী টি ডব্লিউ সৈনিক।

যিনি শখের গায়েন হলেও পেশায় মূলত টিভি-নাটক ও সিনেমার সিনেমাটোগ্রাফার।

টানা ৬ বছর পর সৈনিক সম্প্রতি কণ্ঠে নিলেন ‘তোমার অবুঝ চোখের পাতায়/ বৃষ্টির ফোঁটা ছুঁয়ে স্বপ্ন জাগায়/ তোমার নীরব গল্প কথায়/ মন গভীরে সুখ স্রোতে ভাসায়’- এমন কথার একটি গান। ‘ভালোবাসায় হারাই’ শিরোনামের এই গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। স্টুডিও জয়ার ব্যানারে গানটির সুর-সংগীত করেছেন রাজন সাহা।

‘ভালোবাসাই হারাই’ গানটি প্রসঙ্গে টি ডব্লিউ সৈনিক বলেন, ‘দীর্ঘদিন পর কোনও মৌলিক গান গাইলাম। রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশাকরি শ্রোতাদের কাছে ভালো লাগবে।’

রাজন সাহা বলেন, ‘সৈনিক ভাই আমার অন্যতম প্রিয় একজন গায়ক। তিনি আমার সুরে গেয়েছেন সেটি আমার জন্য অনেক বড় পাওয়া।’

রিজভী বলেন, ‘সৈনিক ভাইয়ের গায়কীর মাঝে অত্যন্ত সাবলীল ও ন্যাচারাল একটি বিষয় রয়েছে। এই গুণটিই তাকে অনন্য করে তুলেছে। আর রাজন সাহা দাদার সঙ্গে আমার অনেকগুলো গানের কাজ হয়েছে। আমাদের ৩ জনের কম্বিনেশনে এবার আরও ভালো কিছু হবে বলে আশা করছি।’

সংশ্লিষ্টরা জানান, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভালোবাসায় হারাই’ গানটি ভিডিওসহ স্টুডিও জয়ার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

রেকর্ডিংয়ে রিজভী, সৈনিক ও রাজন অ্যালবাম যুগের অবসানের পর বর্তমানে প্রায় সব শিল্পীই একটি করে গান প্রকাশ করে। সেই হিসেবে এটি টি ডব্লিউ সৈনিকের প্রথম সিঙ্গেলসও বটে।

ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টি ডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশ হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশ হয় ২০১৫ সালে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…