X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশি ওটিটি অ্যাপসে বাড়ছে কথা বলার খরচ

হিটলার এ. হালিম
২০ জানুয়ারি ২০২১, ০৯:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৯:০০

দেশীয় ওটিটি (ওভার দ্য টপ) সেবায় কথা বলার খরচ বাড়তে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ওটিটি সেবাগুলোর ফ্লোর প্রাইস (ভিত্তিমূল্য) বাড়ানোর পরিকল্পনা করছে। এতে গ্রাহকের কথা বলার খরচ বাড়বে। দেশীয় অ্যাপে কথা বলা বা ভিডিও কল করতে গেলে যে পরিমাণ ডাটা (ইন্টারনেট) খরচ হবে সেই ডাটার চার্জ আইপিটিএসপি অপারেটরগুলোর কাছ থেকে আদায় করবে মোবাইল ফোন অপারেটররা। এতে আইপিটিএসপি অপারেটরগুলোর ব্যয়ও বাড়লে পক্ষান্তরে তা গ্রাহকের ঘাড়েই পড়বে।

দেশীয় ওটিটি অ্যাপসগুলো যখন ক্রমে জনপ্রিয়তা পেতে যাচ্ছিল, তখনই নেওয়া হলো এমন উদ্যোগ। এতে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, যোগাযোগভিত্তিক দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে ১২টি। এর মধ্যে ব্রিলিয়ান্ট, আম্বার আইটি ও লিংক-থ্রি বেশ জনপ্রিয়তা পেয়েছে। রাষ্ট্রায়ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডও (বিটিসিএল) শিগগিরই তাদের ওটিটি অ্যাপ চালু করতে যাচ্ছে।

জানা গেছে, ব্রিলিয়ান্ট অ্যাপের গ্রাহক সংখ্যা ৭-৮ লাখ, আম্বার আইটির প্রায় ১ লাখ এবং লিংক-থ্রির গ্রাহক ৬০-৭০ হাজার।

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে অ্যাপ টু অ্যাপ কথা বললে বা ভিডিও কল করলে কোনও চার্জ (ইন্টারনেট থাকলেই হয়) লাগে না। তবে কোনও মোবাইল ফোন বা ফিক্সডফোনে (ল্যান্ডফোন) কল করলে মিনিট প্রতি চার্জ দিতে হয় ৩০ পয়সা। বিটিআরসি এই ৩০ পয়সাকে ৪০ পয়সা (ভ্যাট, ট্যাক্স যুক্ত হবে) করার পরিকল্পনা নিয়েছে।

অন্যদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ থেকে ফোনে কল করলে যে পরিমাণ ডাটা খরচ হবে সেই ডাটার খরচও মোবাইল অপারেটরগুলো আইপিটিএসপি অপারেটরকে (অ্যাপের উদ্যোক্তা) চার্জ করতে পারবে। ফাইভ-জি চালু হলে আইওটি-সহ (ইন্টারনেট অব থিংস) অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হলেও তার ওপর চার্জ করা হতে পারে মনে করেন সংশ্লিষ্টরা। এমন একটি প্রস্তাবনা তৈরি করে বিটিআরসি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রেয় বাংলা ট্রিবিউনকে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এর আগে মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি মনে করেন, দেশীয় ওটিটি অ্যাপগুলোকে বাঁচাতে হবে। এ বিষয়ে আমি একমত। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মোবাইল বেজড অ্যাপলিকেশন ওটিটি গাইডলাইন ফর আইপি টেলিফোনি’ নামে একটি কমিটি গঠন করেছে বিটিআরসি। কমিটি এরইমধ্যে একাধিক বৈঠক করেছে। সর্বশেষ বৈঠক করেছে সোমবার (১৮ জানুয়ারি)।  বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। কমিটিতে বিটিআরসি, সব মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির প্রতিনিধিরা সদস্য রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাজটা খুবই অন্যায় হবে। যারা আসল ভোক্তা, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি ফ্লোর প্রাইস বাড়ানোর কোনও যৌক্তিকতা দেখি না। এর মাধ্যমে দেশীয় সফটওয়্যারকে নিরুৎসাহিত করা হবে।’

তিনি আরও জানান, এমনিতেই মোবাইল ফোন অপারেটরগুলো ওটিটি থেকে আয় করছে। কারণ তাদের ডেটা ব্যবহার হচ্ছে। আবার অ্যাপ থেকে কোনও মোবাইলে কল গেলে অপারেটররা ১০ পয়সা করেও পায়। তারপরও ওরা কেন আরও রেভিনিউ শেয়ারিং চায় বুঝি না। এটা হলে গ্রাহকের খরচ বাড়বে।

এ বিষয়ে জানতে চাইলে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘এটা করা হলে নেট নিউট্রালিটি বলে কিছু থাকবে না। এতে সবারই সমান সুযোগ-সুবিধা ভোগ করার কথা। এ ধরনের প্রস্তাবনা পাস হলে সে সুবিধা আর থাকবে না। দেশীয় অ্যাপ-নির্মাতারা গ্রাহক হারাবে।’  

খাত সংশ্লিষ্টদের অভিযোগ, ইন্টারনেটে কথা বলা, ভিডিও কল করার জন্য হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যালের মতো আন্তর্জাতিক ওটিটি (ওভার দ্য টপ) অ্যাপ দেশে ব্যবহার হচ্ছে। সেগুলো নিয়ে মোবাইলফোন অপারেটরদের কোনও আপত্তি নেই। দেশীয় অ্যাপ নিয়েই যত বিপত্তি। অথচ বিদেশি অ্যাপগুলোর ব্যবহারকারীই বেশি। এখন দেশীয় অ্যাপের প্রতি এমন বৈরী আচরণ শুরু হলে এ খাত বিকশিত হবে না।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা