X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১
হোমনা-দাউদকান্দি পৌর নির্বাচন

এক মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০৭:২৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৭:২৬

মনোনয়নপত্র ও হলফনামায় স্বাক্ষর না থাকাসহ নানা অভিযোগে কুমিল্লার হোমনা ও দাউদকান্দি পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ের সময় এক মেয়র প্রার্থীসহ পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) কুমিল্লা জেলা ও দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর মধ্যে যাচাই-বাছাইয়ে হোমনা পৌরসভা নির্বাচনে ৫৫ জন প্রার্থীর মধ্যে এক সাধারণ কাউন্সিলর পদে একজন ও এক সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে, দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক মেয়র প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার কামরুল ইসলাম খান।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, যাচাই-বাছাইয়ে হোমনা পৌরসভার ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলামের হলফনামায় স্বাক্ষর ছিল না। অন্যদিকে ওই পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলরপ্রার্থী ফাতেমা বেগমের মনোনয়নপত্রে স্বাক্ষর ছিল না। এ কারণে ৫৫ জন্য প্রার্থীর মধ্যে এই দুই জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি আরও জানান, হোমনা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে তিন মেয়রসহ ৫৩ জন প্রার্থীর যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এই হোমনা পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী আবদুল লতিফ ও ইসলামী শাসনতন্ত্র আবদুল হাকিম।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

দাউদকান্দি উপজেলার রিটার্নিং অফিসার কামরুল ইসলাম খান জানান, মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে গোলাম মহিউদ্দিন তালুকদার (স্বতন্ত্র) এবং কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে আফসার উদ্দিন ও শাহজাদা মজুমদারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। 

তিনি আরও জানান, যাচাইয়ে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান পৌর মেয়র নাইম ইউসুফ সেইন (নৌকা), বিএনপি মনোনীত নূর মোহাম্মদ সেলিম সরকার (ধানের শীষ), মোহাম্মদ আবু মুছা (স্বতন্ত্র), মো. শাহজাহান মিয়া (স্বতন্ত্র) ও তাসলিমা চৌধুরী সিমিনকে (স্বতন্ত্র) বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের নির্বাচনে কুমিল্লার হোমনা ও দাউদকান্দি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০