X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা পৌরসভায় ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০৩:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৩:৪২
video

তৃতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরা পৌরসভায় কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী ৫৮ জনের মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা সবাই ঋণখেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে যাচাই-বাছাইকালে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় বৈধ ঘোষণা করা হয়। পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডের মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু)। তার বিরুদ্ধে জমি দখল, জুয়া চালানোসহ বিভিন্ন অভিযোগ আছে। একই ওয়ার্ডের জুলফিকার আলী ভুট্টো, ৪ নম্বর ওয়ার্ডের শেখ আসাদ আহমেদ অনজু, ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, মো. আব্দুর রশিদ, মো. শফিউর রহমান, মো. আব্দল্লাহ আল-মামুন এবং ৩ নম্বর ওয়ার্ডের সুমন রহমান। তবে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

মেয়রপ্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. এসএম মুসতাফীজ উর-রউফ, স্বতন্ত্র পার্থী মো. নরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১২ জন প্রার্থী। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা হলেন—জ্যোৎস্না আরা, নুরজাহান বেগম, তাজিনা আক্তার। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৫ জন প্রার্থী হলেন—অনিমা রানী মণ্ডল, মোছা. রাবেয়া পারভীন, মরিয়ম পারভীন, মোছা. রওশন আরা রুবী, ফরিদা আক্তার বানু। ৭ ও ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৪ প্রার্থী হলেন–ফারহা দীবা খান সাথী, মোছা. রুবিনা জামান খান চৌধুরী, শাহিদা বেগম ও গুলশান আরা।

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের ১০ জন প্রার্থী হলেন—মো. আব্দুস সেলিম, মো. কায়ছারুজ্জামান হিমেল, সেলিনা আকতার, এ.কে.এম আহসান আজীম, মো. আছাদুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ রশিদুর রহমান, হারুন খান, শেখ জুলফিকার রহমান উজ্জল ও নরুল ইসলাম। ২ নম্বর ওয়ার্ডের ৩ জন প্রার্থী হলেন—সৈয়দ মাহমুদ পাপা, মো. তালিম হোসেন, মো. এহসানুল কাদীর। ৩ নম্বর ওয়ার্ডের ৬ প্রার্থী হলেন—শেখ আব্দুস সেলিম, মো. আনোয়ার হোসেন (চান্দু), শেখ মুজিবর রহমান, মো. ইব্রাহীম, কামরুল কবির চৌধুরী ও মো. আইনুল ইসলাম নান্টা। ৪ নম্বর ওয়ার্ডের ৩ প্রার্থী হলেন—কাজী ফিরোজ হাসান, শেখ মাহমুদ হাসান ও শেখ আফজাল হোসেন। ৫ নম্বর ওয়ার্ডের ৮ প্রার্থী হলেন—মো. শাহিনুর রহমান শাহীন, মো. আবু সাঈদ, মো. আব্দুল মালেক, মো. মিজানুর রহমান, মো. আমিরুল ইসলাম, শেখ আনোয়ার হোসেন মিলন, মো. ফারুক হোসেন সরদার ও মো. শহিদুল ইসলাম।

৬ নম্বর ওয়ার্ডের ৫ প্রার্থী হলেন—মো. শহিদুল ইসলাম, শেখ মারুফ আহম্মেদ, শেখ মাহমুদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. কামরুজ্জামান। ৭ নম্বর ওয়ার্ডের ৫ প্রার্থী হলেন—শেখ জাহাঙ্গীর হোসেন কালু, এসএম জাহানুর হুসাইন, মো. জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম ও মো. সাহাবুদ্দিন। ৮ নম্বর ওয়ার্ডের ৬ প্রার্থী হলেন-মো. শফিকুল আলম বাবু, মেহেদী আলী সুজয়, মো. মনিরুজ্জামান মনির, মো. আনারুল ইসলাম রনি, আব্দুল আনিচ খান চৌধুরী বকুল ও মো. শওকত আলী। ৯ নম্বর ওয়ার্ডের ৪ প্রার্থী হলেন—শেখ শফিক উদ-দৌলা-সাগর, মো. জিল্লুর রহমান, এম.এ রাজ্জাক ও মো. আবিদুল হক।

সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮০ জন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ আগামী ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং ভোটগ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি।

/আইএ/
সম্পর্কিত
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
কোটি টাকার সোনা ভারতে পাচারের সময় একজন আটক
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাতক্ষীরা মেডিক্যালের হল বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!