X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ক্রিকেটে ফেরার দিনটা তামিম-সাকিবের ‘বিশেষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ২৩:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২৩:৫৩

সময়ের স্রোতে পেরিয়ে গেছে ৩১৩ দিন। করোনাভাইরাসের ছোবলে ২২ গজের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশকে। দীর্ঘ সেই অপেক্ষা ফুরাচ্ছে। গত বছরের মার্চের পর আবার মাঠে নামছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, নাগরিক টেলিভিশন ও টি স্পোর্টস।

যদিও ম্যাচটিতে বৃষ্টির চোখ রাঙানি আছে। বুধবারের আবহাওয়া রিপোর্টে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা আছে।

বিরতি কাটিয়ে বাংলাদেশের ক্রিকেট ফেরার দিনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থন করবেন তামিম-সাকিবরা। গত মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলন স্পর্শ করেছিল ক্রীড়াঙ্গনেও। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে দারুণ সোচ্চার ক্যারিবিয়ানরা। বাংলাদেশের ক্রিকেটারদেরও এই আন্দোলনে সামিল হতে দেখা যাবে।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ছন্দ পাওয়া কঠিন। জয়ের লক্ষ্য থাকলেও তাই অধিনায়ক তামিম ধীরে এগোতে চান, ‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয়, কালকের (বুধবার) ম্যাচটা দেখেশুনে শুরু করা বেশি জরুরি। কেননা আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একবছর পর ফিরছি। প্রথম ৫ ওভার বোলিং বা ব্যাটিং, যা-ই করি না কেন সেটা যেন পারফেক্ট হয়।’

প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই দলটি তুলনামূলক দুর্বল। করোনাভাইরাস ও ব্যক্তিগত কারণ দেখিয়ে  ক্যারিবীয়দের মূল দলের ১২ ক্রিকেটার আসেননি। ফলে কিছুটা খর্বশক্তির দলে পরিণত হয়েছে সফরকারীরা। এছাড়া অতীত পরিসংখ্যানও বাংলাদেশকে উজ্জীবিত করছে। সর্বশেষ ১০ দ্বৈরথের ৮টিতেই জিতেছে বাংলাদেশ। যদিও প্রতিপক্ষের শক্তিমত্তা কিংবা দুর্বলতা নিয়ে ভাবার চেয়ে করোনার পর নিজেদের গুছিয়ে নেওয়াই তামিমের কাছে বড় চ্যালেঞ্জ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোকে পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকতে হবে। সেই হিসাবে বাংলাদেশের জন্য সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তামিম এই সিরিজকে সাধারণ কোনও সিরিজ হিসেবে দেখছেন না, ‘এখন তো সিরিজগুলো সাধারণ সিরিজ না, যেখানে হারলে সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি শুধু সেটাতেই ফোকাস করছি। যেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই সেটা নিয়ে আলাপ করে খুব বেশি লাভ নেই।’

দীর্ঘ বিরতি যেন কোনও ক্রিকেটারের পারফরম্যান্সে প্রভাব ফেলতে না পারে, সেই কারণে গত কিছুদিন ধরে মিরপুরের একাডেমিতে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। বিকেএসপিতে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। এর আগে খেলেছে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

শীতের কারণে শিশিরের প্রভাব থাকতে পারে। ফলে ক্যারিবিয়ানদের মতো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও পেস নির্ভর একাদশ সাজাচ্ছে। ম্যাচের দুই দিন আগে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো একাদশের ব্যাপারে ধারণা দিয়েছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন লিটন দাস। তিন নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত। চারে সাকিব। ৫ ও ৬ নম্বরে যথাক্রমে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সাত নম্বরে সৌম্য সরকার কিংবা মোহাম্মদ মিঠুনকে দেখা যেতে পারে। ১৮ জনের স্কোয়াডে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। এদের মধ্যে অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদের অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞ রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে হাসান মাহমুদের অভিষেক হয়ে যেতে পারে।

এদিকে ম্যাচের আগের দিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা হোটেলবন্দী হয়ে ছিলেন। টানা চার দিন অনুশীলনের পর সোমবার বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা ক্যারবীয়রা ম্যাচের আগের দিনটা বিশ্রাম করে কাটানো জরুরি মনে করেছেন। যদিও একদিন আগেই কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন প্রস্তুতিতে তাদের ঘাটতির কথা। তারপরও সব ঘাটতি পূরণ করে জয়ের চিন্তা তাদের মাথায়। 

তামিমের মতো সফরকারীরাও জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে আছে। ক্যারিবিয়ানদের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ বলেছেন, ‘আমরা এখানে ভালো কিছু করতে চাই। গত কয়েকদিনে আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের পক্ষে ফল আনা সম্ভব হবে।’

সবকিছু ছাপিয়ে বহুল প্রতীক্ষার ম্যাচটি তামিম-সাকিবদের জন্য ‘বিশেষ’। একবছর নিষিদ্ধ থাকা সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই ম্যাচ দিয়েই। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে অধিনায়ক তামিমের পথচলা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!