X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি

জামালপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২১:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:০০

জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত যমুনা নদীর বাঁ-তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানববন্ধনে এলাকাবাসীরা জানান, যমুনার বাঁ-তীরে একটি বাঁধ নির্মাণ করা হলে ফসলি জমিসহ ঘরবাড়ি গুরুত্বপূর্ণ স্থাপনা বন্যার কবল থেকে রক্ষা পাবে। দুর্ভোগ কমবে বন্যা কবলিত এলাকার মানুষের।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষাকালে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত সাড়ে ৪শ কোটি টাকা ব্যয়ে পাইলিংয়ের বিভিন্ন স্থান ধসে যায়। ফলে এলাকার হাজার হাজার একর ফসলি জমি ও ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

মানবন্ধনে এলাকাবাসী প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে অবিলম্বে গুঠাইল বাজার থেকে উলিয়া বাজার পর্যন্ত ৮ কিলোমিটার বাঁধ কাম রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। তারা জানান, যমুনার বাঁ-তীর সংরক্ষণ প্রকল্পের স্থায়ী বাঁধ না থাকায় ফুঁসে উঠা পানি পাইলিংয়ের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। সে সময় পানির স্রোতে নির্মিত যমুনার সংরক্ষণ বাঁধের বিভিন্ন স্পটে সিসি ব্লক ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উপজেলার চিনাডুলী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এছাড়া যমুনার পানির প্রবল স্রোতে ফসলি জমিতে বালি পড়ায় ক্ষতিগ্রস্ত হন কৃষক। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সারাবছর মানবেতর জীবন যাপন করে আসছে এলাকাবাসী।

মানববন্ধনে চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও অন্য বক্তারা বলেন, ‘এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তাটি নির্মাণ করা হলে হাজার হাজার একর ফসলি জমিসহ বাড়িঘর, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট রক্ষা পাবে। তেমনি বন্যার সময় বন্যার্ত অসহায় মানুষরা বাঁধে আশ্রয় নিয়ে দুর্ভোগ থেকে রক্ষা পাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া