X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া ফেরত এক তরুণ

নুরুজ্জামান লাবু
১৯ জানুয়ারি ২০২১, ২০:১৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:২৩

ঢাকার বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে স্বেচ্ছায় বের হয়ে সাত দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক তরুণ। সাদমান সাকিফ রাফি নামে ২৩ বছরের এই তরুণ মালয়েশিয়ার এপিইউ ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে পড়াশোনা করতো। বছরখানেক আগে এই তরুণ মালয়েশিয়া থেকে ঢাকায় আসে। এর আগে সে থাকতো বাবা-মায়ের সঙ্গে সৌদি আরবে।

আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবারের সদস্যরা বলছেন, গত ১৩ জানুয়ারি সকালে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় সাদমান তার ল্যাপটপ এবং একটি এন্ড্রয়েড ফোন সঙ্গে নিয়ে যায়। তবে সুযোগ থাকলেও বাসা থেকে কোনও টাকা-পয়সা নেয়নি সে। এ ঘটনায় নিখোঁজ তরুণের মা মনোয়ারা হোসেন বাদী হয়ে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯৫৭) দায়ের করেছেন।

জিডির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখেছি, ছেলেটি বাসা থেকে একটি ব্যাগ কাঁধে নিয়ে একাই হেঁটে বের হয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান বসুন্ধরা সি ব্লকে দেখা গেছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘আমরা নিখোঁজ ছেলেটির কললিস্ট ঘেঁটেও দেখেছি। মোবাইলে শুধু খাবার সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। অন্য কোনও সন্দেহজনক কোনও কল পাওয়া যায়নি।’

বাংলাদেশে কয়েক বছর ধরে একাধিক তরুণ-তরুণী জঙ্গিবাদে জড়িয়ে স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনা ঘটেছে। দেশি-বিদেশি জঙ্গি সংগঠনগুলোর শীর্ষ নেতারা উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের তরুণদের টার্গেট করে মোটিভেটেড করে থাকে। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান হামলায় অংশ নেওয়া পাঁচ তরুণের তিন জন ছিল উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত পরিবারের সন্তান। এদের একজন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল।

অবশ্য সাদমান সাকিফ রাফির ঘর ছাড়ার সঙ্গে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কোনও তথ্য-প্রমাণ বা যোগসূত্র এখনও জানা যায়নি।

স্বজনরা জানান, সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। বছর তিনেক আগে সে মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। বছর খানেক আগে ঢাকায় এসে সেমিস্টার ড্রপ দেয় সে। করোনা মহামারির কারণে লকডাউন থাকায় সে আর মালয়েশিয়ায় ফিরতে পারেনি। এরমধ্যে ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও সেই ভর্তি বাতিল করেছে সে।

পরিবারের সদস্যরা জানান, সাদমানের বাবা বেলায়েত হোসেন ও মা মনোয়ারা হোসেন দুজনই সৌদি আরবে থাকেন। পেশায় চিকিৎসক বড় বোনও থাকেন সেখানে। ছোট ভাইয়ের সঙ্গে সাদমান ঢাকার বসুন্ধরার সি ব্লকের ৫/এ সড়কের একটি বাসায় থাকতেন। মা মনোয়ারা হোসেন তিন মাস পরপর ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু এবার করোনার কারণে লকডাউন থাকায় দশ মাস পর সম্প্রতি ঢাকায় ফেরেন তিনি।

সাদমানের মা মনোয়ারা হোসেন জানান, সাদমানের কাছে এমন কোনও ‘সিমটম’ তারা পাননি যে তাকে কেউ মোটিভেটেড করে নিয়ে যেতে পারে। বরং সৌদি আরবে থাকতে সে নিয়মিত নামাজ পড়তো। ঢাকায় আসার পর নিয়মিত নামাজ পড়া ছেড়ে দিয়েছিল। এছাড়া বাসায় রেখে যাওয়া আরেকটি মোবাইলে তার সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাকাউন্ট ঘেঁটে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

মনোয়ারা হোসেন বলেন, ‘সাদমান একটু ইন্ট্রোভার্ট টাইপের। তার এখানে কোনও বন্ধু-বান্ধবীও নেই। ঢাকার রাস্তাঘাটও সে চেনে না। ফলে সে আত্মগোপন করে কোথায় থাকবে বিষয়টি আমরা বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘সম্প্রতি সে একটু হতাশ ছিল। মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে সেমিস্টার ড্রপ হওয়ায় নর্থসাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। কিন্তু এখানে তার আগের ক্রেডিটগুলো যুক্ত না করে প্রথম থেকে পড়তে বলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এ কারণে সে ভর্তি বাতিল করে দেয়। তার আবার মালয়েশিয়ায় গিয়ে পড়ার কথা ছিল। কিন্তু যেদিন ইউনিভার্সিটিতে টাকা জমা দেওয়ার কথা ছিল তার একদিন আগেই সে বাসা থেকে বের হয়ে যায়। বিষয়টি আমাদের কাছেও রহস্যজনক মনে হচ্ছে।’

সাদমানের নিখোঁজের বিষয়টি নিয়ে ছায়া তদন্ত করছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। র‌্যাব-১-এর সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জি এম মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা এখনও তার কোনও ট্রেস পাইনি। সে কোথায় গেছে জানার চেষ্টা করে যাচ্ছি।’

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা