X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রংপুর বিভাগের ৫ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে

রংপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২০:০১আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৪:০৫

রংপুর বিভাগের পাঁচ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষার সবগুলোই নেগেটিভ এসেছে। অন্যদিকে গত ১০ দিনে রংপুর বিভাগে করোনা পজিটিভ হয়েছেন ৫৪ জন। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও পিসিআর ল্যাবপ্রধান অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তবে দিনাজপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্ট না পাওয়ায় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির তথ্য জানা যায়নি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের পাঁচ জেলায় গত ১০ জানুয়ারি ১২০টি নমুনা পরীক্ষার বিপরীতে ৭ জন, ১১ জানুয়ারি ১২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জন, ১২ জানুয়ারি ১৮০টি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জন, ১৩ জানুয়ারি ৭ জন, ১৪ জানুয়ারি ৭ জন, ১৫ জানুয়ারি ৬ জন, ১৬ জানুয়ারি ২ জন, ১৭ জানুয়ারি ৫ জন, ১৮ জানুয়ারি ৩ জন পজিটিভ হয়েছেন এবং ১৯ জানুয়ারি একজনও পজিটিভ হয়নি।

এদিকে করোনা সংক্রমণের পর দীর্ঘ ৯ মাসে রংপুর বিভাগের ৮ জেলায় করোনা পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৭শ ৪৯ জনের। এর মধ্যে পজিটিভ হয়েছেন ১৫ হাজার ৬শ’ ৩৭ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭শ ৫৮জন। এ পর্যন্ত মারা গেছেন ৩০২ জন। সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে, ১০৮ জন। এর পরেই রয়েছে রংপুর জেলা, মারা গেছে ৭১ জন। সবচেয়ে কম মারা গেছে লালমনিরহাটে, ১১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আহাদ আলী জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে এটা ভালো লক্ষণ। তবে পরীক্ষার হারও কমেছে। তার পরেও করোনায় আক্রান্তের হার কমছে বলে জানান তিনি।

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া