X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৭৬ শতাংশ অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৫:২৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৫:২৭

দ্রুত ক্লাসে ফিরতে চায় দেশের ৭৫ শতাংশ শিক্ষার্থী। আর ৭৬ শতাংশ অভিভাবক দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এডুকেশন ওয়াচ ২০২০-২১ সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ভার্চুয়াল অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদন প্রতিবেদন উপস্থাপন করে এডুকেশন ওয়াচের গবেষক ও গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. মোস্তাফিজুর রহমান।

প্রতিবেদনে বলা হয়, দ্রুত ক্লাসে ফিরে আসতে চায় ৭৫ শতাংশ শিক্ষার্থী, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে ৭৬ শতাংশ অভিভাবক মত দিয়েছেন । জেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে ৭৩ শতাংশ এবং এনজিও কর্মকর্তাদের মধ্যে খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ৮০ শতাংশ। এছাড়া ৫৮ শতাংশ শিক্ষক ও ৫২ শতাংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা সর্তকতার সঙ্গে খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

দেশের ৮২ শতাংশ শিক্ষক স্কুল খুলে দেওয়ার আগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। আর ৭৯ দশমিক ৭ শতাংশ শিক্ষক বিদ্যালয়-খুলে দেওয়ার আগে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টির ওপর অধিক গুরুত্ব দিয়েছেন। এছাড়া ৯০ দশমিক ৭ শতাংশ শিক্ষক মনে করেন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস তৈরিতে অভিভাবকরা তাদের সচেতন করবেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতির প্রভাব নিয়ে গভীর অনুসন্ধানের জন্য এডুকেশন ওয়াচ ২০২০-২০২১ সমীক্ষার উদ্যোগ নেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের ৮টি বিভাগের ৮টি জেলা থেকে নির্ধারিত সূচকের ভিত্তিতে নমুনা নির্বাচন করে গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে। মহামারির কারণে গবেষণার তথ্য সরাসরি মাঠ পর্যায় থেকে সংগ্রহের পরিবর্তে ঢাকা থেকে উত্তরদাতাদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। রাজধানীসহ গ্রাম পর্যায় থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে।

সমীক্ষায় মোট ২ হাজার ৯৯২ জন উত্তরদাতার নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৭০৯ জন শিক্ষার্থী, ৫৭৮ জন শিক্ষক, ৫৭৬ জন অভিভাবক, ৪৮ জন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক কর্মকর্তা ও ১৬ জন, ৩ জেলা প্রাথমিক ও মাধ্যমিক কর্মকর্তার নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিকের (৪র্থ ও ৫ম শ্রেণি) ও মাধ্যমিকের (৮ম ও ৯ম শ্রেণি) শিক্ষার্থীদের জরিপে অন্তর্ভুক্ত করা হয়।

গবেষণার সীমাবদ্ধতায় বলা হয়, মহামারির কারণে মাঠপর্যায় থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ওয়াচের প্রধান গবেষক, ড. মনজুর আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন. এডুকেশন ওয়াচের গবেষক ড. মোস্তাফিজুর রহমান, এডুকেশন ওয়াসের সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, এডুকেশন ওয়াচের আহ্বায়ক ড. আহমদ মোশ্তাক রাজা চৌধুরী।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী