X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে অটোমেশন সফটওয়্যার ও ডরমেটরি ভবন উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৩

বেনাপোল স্থলবন্দরে তিন কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ডরমেটরি ভবন ও অটোমেশন সফটওয়্যার প্রোগ্রাম উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম। সোমবার (১৮ জানুয়ারি) বিকালে বন্দরের এক নম্বর প্রবেশদ্বারে তিনতলা বিশিষ্ট ডরমেটরি ভবনটি উদ্বোধন করেন তিনি।

এর আগে স্থলবন্দরের চেয়ারম্যান আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ও বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এদিকে, স্থলবন্দরের চেয়ারম্যান কে. এম. তারিকুল ইসলাম বন্দর এলাকায় পরিদর্শনে গেলে বন্দরের পেছনে বসবাসরত লোকজন তার গাড়ির গতিরোধ করেন। তারা চেয়ারম্যান তারিকুল ইসলামকে জানান, বন্দরে অপরিকল্পিত প্রাচীর নির্মাণের কারণে দীর্ঘ ১০ বছর ধরে তাদের অবরুদ্ধভাবে বসবাস করতে হচ্ছে। এছাড়া বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই কেমিক্যাল মিশ্রিত পানিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয় এবং নানারকম রোগে আক্রান্ত হতে হয় তাদের।

তারা আরও জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করুক তা না হলে তাদের জমি সঠিক দামে অধিগ্রহণ করুক।

স্থলবন্দরের চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা কারও ক্ষতি করে বন্দরের উন্নয়ন করতে চাই না। এ বিষয়টি বিবেচনা করা হবে এবং সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, সহকারী পরিচালক আতিকুল ইসলামসহ বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!