X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বার্তা পাঠালেন খনিতে আটকে পড়া চীনা শ্রমিকেরা

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ২১:৪০আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৫
image

চীনের একটি স্বর্ণ খনিতে এক সপ্তাহ আগে বিস্ফোরণের পর আটকে পড়া ১২ শ্রমিক উদ্ধারকারীদের কাছে বার্তা পাঠাতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার আকুতি জানিয়েছেন তারা। তবে ওই বিস্ফোরণে নিখোঁজ হওয়া আরও দশ শ্রমিকের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি।

চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর মাটির নিচে আটকা পড়ে অন্তত ২২ জন শ্রমিক। শিচেং টাউনশিপ এলাকায় এই দুর্ঘটনার পর আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারী দল পাঠায় চীনা কর্তৃপক্ষ। বিস্ফোরণের পর যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে চ্যালেঞ্জের মুখে পড়ে উদ্ধারকারীরা।

সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হযেছে, উদ্ধারকারীরা খনির বিভিন্ন স্থান ব্যবহার করে মাটির নিচে সরু দন্ড পাঠাতে থাকে। অবশেষে এসব দণ্ডের একটির দড়িতে নিচের থেকে টানা হচ্ছে বলে অনুভব করতে পারেন তারা। পরে ওই গর্তের অভ্যন্তরে খাবার, ওষুধ, কাগজ ও পেন্সিল পাঠানো হয়। সেখান থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে সেখানে ১২ জন শ্রমিক এখনও বেঁচে আছেন। খনির মাঝামাঝি এলাকায় আছেন তারা। খনির নিচ থেকে পানি ওঠা অব্যাহত থাকায় বিপদ ক্রমেই বাড়ছে বলে জানান তারা। এছাড়া ব্যাথানাশকসহ বিভিন্ন ধরনের ওষুধ পাঠোনোরও অনুরোধ করেছেন আটকে পড়া শ্রমিকেরা।

চীনা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিখোঁজ থাকা বাকি শ্রমিকদের সন্ধান পেতে খনির আরও কয়েকটি স্থানে গর্ত খুঁড়ে দণ্ড পাঠানোর চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে খনির প্রবেশ মুখ থেকে প্রায় দুই হাজার ফুট মাটি সরানোর প্রয়োজন পড়বে।

খনিটিতে বিস্ফোরণের পর প্রাথমিকভাবে উদ্ধারকারীদের খবর পেতে এক দিনেও বেশি সময় লেগে যায়। ফলে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর কাজ শুরু করতে মূল্যবান সময় নষ্ট হয়ে যায় উদ্ধারকারীদের। বিস্ফোরণের খবর পৌঁছাতে ৩০ ঘণ্টা বিলম্বের কারণে ইতোমধ্যেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির স্থানীয় সেক্রেটারি এবং মেয়র দুই জনেই বরখাস্ত হয়েছেন।

উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। ডায়াসুইডং কয়লা খনিটিতে মোট ২৪ জন আটকা পড়লে কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে প্রাণ হারান অধিকাংশ শ্রমিক। এছাড়া তার আগে সেপ্টেম্বরে সংজাও কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

/জেজে/বিএ/ 
সম্পর্কিত
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা