X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পকে গান স্যালুট দিতে রাজি নয় পেন্টাগন!

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৬
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানজনক ২১টি গান স্যালুট দিয়ে বিদায় জানাতে রাজি হয়নি প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ট্রাম্পের এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে তারা। জ্যেষ্ঠ দুই প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে ডিফেন্স ওয়ান খবরটি জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন শপথ অনুষ্ঠানে থাকবেন না তিনি। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগ্যানের শাসনামল থেকে দেখা গেছে সাধারণত প্রেসিডেন্টদের বিদায়ের সময় সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে যান। বিদায়ী প্রেসিডেন্টও তাদের জন্য ভাষণ দেন। সেনা সদস্যদের আত্ম বলিদানের প্রশংসা করেন। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, বাইডেনের শপথের দিনে নিজের জন্য জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন ট্রাম্প। ম্যারিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুসে এ অনুষ্ঠান আয়োজন করার কথা। সেখানে ট্রাম্পকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছিলো। শোনা যাচ্ছিলো সেখানে ট্রাম্পকে দেওয়া হতে পারে লাল গালিচা সংবর্ধনা। সামরিক ব্যান্ড বাজানো এবং ২১টি গান স্যালুট দেওয়ার ব্যাপারেও আলাপ চলছে।

তবে প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স ওয়ান জানিয়েছে, কমান্ডার ইন চিফ ট্রাম্পের জন্য কোনও বিদায়ী সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা নেই পেন্টাগনের। তারা তার জন্য ২১টি গান স্যালুট দিতে রাজি নয়।

এপির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার শপথ অনুষ্ঠানেই আগেই ওয়াশিংটন ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প। অ্যান্ড্রুস বেজে বিদায়ী পার্টি রাখবেন তিনি। এরপর এয়ারফোর্স ওয়ান বিমানে করে ফ্লোরিডার একটি পাম বিচে চলে যাবেন ট্রাম্প। সেখানে মার-এ-লাগো রিসোর্টে তিনি তার পরবর্তী জীবন শুরু করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহযোগীও ওই রিসোর্টে তার জন্য কাজ করবেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!