X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন বেরোবি উপাচার্য

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২০:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:১৫

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (রেরোবি) উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর বাসভবন আবারও ঘেরাও করে অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এবারও উপাচার্য পেছনের দরজা দিয়ে বাসভবনে এসে চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকের এ ঘটনায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ এক বছর ধরে উপাচার্য ক্যাম্পাসে আসেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তার উপর নিয়োগ বাণিজ্য, অনিয়ম, স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি আমরা সবাই। এক বছর পর গত শুক্রবার সকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথে না এসে পেছনের গেট দিয়ে বাসায় ঢোকেন। আমরা খবর পেয়ে তার সঙ্গে দেখা করার জন্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। কখন যে তিনি বাসার পেছনের গেট দিয়ে চলে গেছেন আমরা বুঝতেই পারিনি। আজ রবিবারও একই ঘটনা ঘটেছে। ইউজিসির একটি তদন্তকারী দল বিশ্ববিদ্যালয়ে আসছেন জানতে পেরে উপাচার্য রবিবার দুপুরের দিকে একইভাবে বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে বাসভবনে আসেন। খবর পেয়ে শতাধিক শিক্ষক-কর্মকর্তা বাসভবনের সামনে অবস্থান নেন তার সঙ্গে দেখা করার জন্য। আজও দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, তিনি আসলেন না। একজন উপাচার্য অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা মনে করি, এরকম আচরণ করে তিনি উপাচার্যের মতো সম্মানিত পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। আমরা চাই মাননীয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মহোদয় এবং প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন। একজন মানুষ তো রাষ্ট্রের চেয়ে বড় হতে পারেন না। তিনি রাষ্ট্রের সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন বাইরে থাকেন, মিথ্যাচার করেন। আমরা উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’

শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধিকার সুরক্ষা পরিষদের সদস্য ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘রবিবার দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই লালবাগ এলাকায় জনতা ব্যাংকে উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। তাকে বললাম, আপনার সঙ্গে অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ দেখা করতে চান। উপাচার্য বললেন, ক্যাম্পাসে নয়, তার বাসায় দেখা করবেন। তার কথা অনুযায়ী দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে আমরা অবস্থান নিয়ে অপেক্ষা করলাম, তিনি আর বাসায় আসলেন না।’

এদিকে উপাচার্যের বাসার কর্মচারী এবং নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ট এক কর্মকর্তা জানান, উপাচার্য দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের মূল গেট ব্যবহার না করে বিশ্ববিদ্যালয়ের পেছনে তার বাসভবনের পেছনের গেট দিয়ে বাসায় আসেন। দু ঘণ্টা অবস্থান করে আবারও পেছনের গেট দিয়ে চলে যান। যাওয়ার সময় বলেন, বাইরে অপেক্ষমানদের বলা যাবে না আমি বাসায় নেই।’

এদিকে, বিকালে ইউজিসির সচিব ফেরদৌস জামানের নেতৃত্বে ইউজিসির একটি তদন্ত দল ক্যাম্পাসে এসে উপাচার্যের খোঁজ করে তার দেখা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ