X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ২০:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০৬

ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় পর দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ নির্বাচনের ঘোষণা দিলেন। এ সংক্রান্ত একটি আদেশেও স্বাক্ষর করেছেন তিনি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (৮৫) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল কর্তৃক দখলকৃত পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ইসরায়েল নির্বাচনি কার্যক্রম চালানোর সুযোগ দেবে কি না, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মাহমুদ আব্বাস বা তার দল ফাতাহ-র পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ২০২০ সালে ফিলিস্তিন সেন্টার ফর পলিসি অ্যান্ড রিসার্চ-এর জরিপে দেখা গেছে, নির্বাচন হলে হামাস নেতা ইসমাঈল হানিয়ার কাছে পরাজিত হবেন বর্তমান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তুমুল প্রতিরোধের মুখে ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ হারায় পশ্চিমা সমর্থিত রাজনৈতিক দল ফাতাহ। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে মিসরের হস্তক্ষেপে ফাতাহ সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে একটি চুক্তিতে রাজি হয় হামাস। মূলত গাজা উপত্যকায় ইসরায়েল ও মিসরের অব্যাহত অবরোধ, ফাতাহ সরকারের তৈরি বিদ্যুৎ সংকট এবং গাজার সরকারি কর্মকর্তাদের বেতন না দেওয়ায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে হামাস। এমন পরিস্থিতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ দলটিকে পশ্চিমা সমর্থিত ফাতাহ-র সঙ্গে চুক্তিতে উপনীত হতে বাধ্য করে। ওই চুক্তির ধারাবাহিকতায় ১৫ বছর পর নির্বাচনের ঘোষণা দিলেন মাহমুদ আব্বাস।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা