X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিন: খুলনায় তালিকা তৈরিতে বিলম্বের আশঙ্কা

খুলনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪১

যারা করোনা সংক্রমণ মোকাবিলায় সামনের সারিতে কাজ করেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের আগে ভ্যাকসিন (টিকা) দেওয়া হবে। খুলনায় প্রথম পর্যায়ে এ ধরনের কাজে জড়িত ৯৭ হাজার ২৩০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তবে জনবল সংকট ও সমন্বয়হীনতায় এ তালিকা তৈরির কাজ বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিকা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব দেওয়া হলেও দায়ভার দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনকে। এ কারণে একক সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণও হচ্ছে।

খুলনার স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, খুলনা সিভিল সার্জন অফিস থেকে তিন দিনের মধ্যে (১৬ থেকে ১৮ জানুয়ারি) তালিকা তৈরির কথা বলা হয়েছে। কিন্তু দুই দিন পার হতে চলছে, এখনও অনেক উপজেলায় এ বিষয়ে বৈঠকই হয়নি। জনবল সংকটে এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রসহ তালিকা তৈরি অসম্ভব—বলছেন স্বাস্থ্য কর্মকর্তারাই। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ওই টিকা খুলনায় আসার সম্ভাবনা রয়েছে। আসার সঙ্গে সঙ্গে দ্রুত টিকা প্রয়োগের বিষয়ে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ জানুয়ারি প্রথম দিনে অনেক স্থানে কমিটির মিটিং হয়নি। প্রথম পর্যায়ে টিকার অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, বয়োজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, ১৬ জানুয়ারি সকাল থেকে একইসঙ্গে সিটি করপোরেশন এলাকা ও ৯টি উপজেলায় তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মহানগরে টিকা কার্যক্রম পরিচালনা করবে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ। আর উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নামের তালিকা প্রস্তুত করতে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ের টিকা প্রদান শেষ হলে ধাপে ধাপে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, সিভিল সার্জন অফিস থেকে তিন দিনের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ জানুয়ারি । এই সময়ের মধ্যে তালিকা তৈরি করা একেবারে অসম্ভব। উপজেলা প্রশাসন থেকে দু’জন প্রতিনিধি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ১৭ জানুয়ারি একটি গাইডলাইন তৈরি করা হবে। কিন্তু পর্যাপ্ত মাঠকর্মী না থাকায় বয়োজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা, দীর্ঘদিন ধরে অসুস্থ, তাদের তালিকা তৈরি করা কষ্টকর হবে। তিনি বলেন, আগে থেকে এমন কোনও ডাটাবেজ নেই, যার ওপর ভিত্তি করে রাতারাতি তালিকা তৈরি করা যাবে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানান, ১৭ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং আহ্বান করেছেন। ওই মিটিংয়ে কোন ফর্মুলায় তালিকা তৈরি করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে নামের তালিকা সংগ্রহ করা হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ‘আমরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে তাদের কর্মকর্তা-কর্মচারীর নাম দিতে বলেছি। ওই তালিকা পাওয়ার পর আরও দুই দিন তালিকা প্রস্তুত করতে ব্যয় হবে। কিন্তু বয়োজ্যেষ্ঠ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করতে ঝক্কি পোহাতে হচ্ছে। তবে এ ক্ষেত্রে ইপিআই কার্যক্রমে জড়িতদের কাজে লাগানো যেতে পারে। তারা যেহেতু আগে থেকে টিকা কার্যক্রমে জড়িত, এ ক্ষেত্রে তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা সহজ হবে। এছাড়া ইউনিয়ন পরিষদকে কাজে লাগিয়েও এই তালিকা তৈরি করা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে তালিকায় খুলনায় সম্ভাব্য হিসাবে সিটি করপোরেশন ও দুটি পৌরসভার এক হাজার ৬৯০ জন কর্মকর্তা-কর্মচারী ধরা হয়েছে। এছাড়া খুলনায় কর্মরত সরকারি কর্মচারী ৩০ হাজার ৬০৬ জন, সরকারি হাসপাতালে ৪ হাজার ১৩০ জন, বেসরকারি হাসপাতালে ৮ হাজার ১০১ জন, আইনশৃঙ্খলা বাহিনী ১১ হাজার ৮১৩ জন, স্থানীয় সরকার শাখার ২ হাজার ৬৫৯ জন টিকা পাবেন। তালিকায় খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে টিকা পাচ্ছেন ৫৪৭ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া