X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আসছে বেয়ার গ্রিলসকে নিয়ে সিনেমা (ভিডিও)

বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:২০

পৃথিবীর ভয়ংকর সব প্রান্ত ও জঙ্গলে দুঃসাহসিক অভিযানের অপর নামই যেন বেয়ার গ্রিলস।

প্রকৃতির বিপরীতে লড়াই করে চলা এই দুর্দান্ত অভিযাত্রিক এবার আসছে চলচ্চিত্রের নায়ক হয়ে। অনলাইন স্ট্রিমিং জায়ান্ট সাইট নেটফ্লিক্সের উদ্যোগে নির্মিত হচ্ছে দুটি ইন্টারেক্টিভ মুভি। প্রথমটির নাম ‘অ্যানিমেল অন দ্য লুস: আ ইউ ভার্সেস ওয়াইল্ড’।

১৬ ফেব্রুয়ারি যা প্রকাশ হতে যাচ্ছে। এটি অনেকটা ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর আদলে তৈরি হয়েছে। ১৫ জানুয়ারি এসেছে এর ট্রেলার।

এতে ৪৩ বছর বয়সী বেয়ারকে দেখা যায় দক্ষিণ আফ্রিকায় প্রাণীদের অভয়ারণ্যে। সেখানে জনপদের পাশে বাউন্ডারি বেড়া ছিঁড়ে বেরিয়ে যায় সিংহ। তাকে খুঁজতে ও মানুষদের রক্ষা করার নানা ফর্মুলা দিতে দেখা যাবে বেয়ারকে।

ঘটনাক্রমে সেই সিংহের মুখোমুখিও হয়ে যাবেন বেয়ার। সিংহের হাত থেকে বেঁচে থাকার লড়াইও এতে উঠে আসবে।

জানা যায়, ভক্তদের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে সেগমেন্ট দুটির সময়সীমা। এগুলো ৪৫-৯০ মিনিট করা হবে।

উল্লেখ্য, বেয়ার গ্রিলস ১৯৯৮ সালে মাত্র ২৩ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেন। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এটা জয় করার কারণে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। নাম ওঠে গিনেস বুকেও। তবে বন্য ও হিংস্র প্রাণীদের মাঝে ঘুরে বেড়ানো ও বেঁচে থাকার দক্ষতা তাকে কিংবদন্তির সম্মান দিয়েছে। সুনাম আছে কাঁচা খাবার খেয়ে থাকা ও বিকল্প জীবনযাপন করার দক্ষতায়ও।

সূত্র: ডেডলাইন

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য