X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিসবেনে সুন্দর-ঠাকুরে উদ্ধার ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৫:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৩০

টানা দুই ইনিংসে ভারতের সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যানদের লড়াই দেখলো অস্ট্রেলিয়া। তাতে অজিদের এই বার্তাটাই পৌঁছে দিয়েছে আজিঙ্কা রাহানের দল- 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী'। এবার চতুর্থ টেস্টে অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর ও পেসার শার্দুল ঠাকুর বীরত্বে ৩৬ ওভার লড়াই চালিয়েছে ভারত। তাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩৬৯ রানের পর সফরকারীরা প্রথম ইনিংস শেষ করেছে ৩৩৬ রানে। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করেছে বিনা উইকেটে ২১ রান। অজিরা এগিয়ে আছে ৫৪ রানে।

অথচ ব্রিসবেনে দিনটা হওয়ার কথা ছিল অধিনায়ক রাহানে কিংবা প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের। কিন্তু ভালো শুরুর পর লাঞ্চের পরেই ১৮৬ রানে ভারতীয়দের ৬ উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।

শনিবার বৃষ্টিতে শেষ সেশন পরিত্যক্ত হওয়ায় রবিবার খেলা শুরু হয়েছিল আগে। অজিদের ভালোই সামলাচ্ছিলেন চেতেশ্বর পূজারা ও রাহানে। জুটি গড়ার প্রত্যয় ছিল তাদের মাঝে। কিন্তু পূজারা ইনিংসটা বেশি লম্বা করতে পারলেন না। হ্যাজেলউডের বলে পেইনের হাতে গ্লাভসবন্দি হন ব্যক্তিগত ২৫ রানে। সঙ্গী ছাড়া হয়ে অধিনায়ক রাহানেও ব্যর্থ হন লম্বা ইনিংস গড়তে। লাঞ্চের আগে স্টার্কের বলে ওয়েডকে ক্যাচ দিয়ে তিনি ফিরেছেন ৩৭ রানে। তার সঙ্গে মিলে কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও লাঞ্চের পর পর ফিরে গেছেন মায়াঙ্ক আগারওয়ালও। ৩৮ রান করা এই ব্যাটসম্যানকে তালুবন্দি করিয়েছেন হ্যাজেলউড। মায়াঙ্ককে বিদায় দিয়ে ভারতকে অল্পতে বেঁধে ফেলার স্বপ্ন দেখা শুরু করেছিল অস্ট্রেলিয়া।

কিন্তু ভারতীয় শিবিরে তখন ঋষভ পান্তের ওপরই নির্ভর করছিল সব কিছু। কিন্তু পান্ত ফিরে গেছেন ২৩ রান করে। সেই আস্থার জায়গাটা তখন নিয়ে নেন অভিষিক্ত ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর ও পেসার শার্দুল ঠাকুর। সপ্তম উইকেটে ১২৩ রানের অসাধারণ এক জুটি দাঁড় করান দুজন। পুরো সেশনে তাদের ব্যাটিং বীরত্বে ভর করেই অস্ট্রেলিয়াকে বেশি রানের লিড পেতে দেয়নি ভারত। এর ফলে লড়াইটা জমেছে সমানে-সমান। প্রথম ইনিংসে ভারত করেছে ৩৩৬ রান। পেসার বলে পরিচিত ঠাকুর করেছেন ক্যারিয়ার সেরা ৬৭ রান। বোল্ড হয়েছেন কামিন্সের বলে। তার বিদায়েই আলোচিত জুটিটি যায় ভেঙে। অভিষেকে হাফসেঞ্চুরি করা সুন্দর ফিরেছেন ৬২ রানে, স্টার্কের বলে। এই ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট হ্যাজলউডের। দুটি করে নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।       

জবাবে দিনের শেষভাগে ৬ ওভার ব্যাট করে কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। বিনা উইকেটে তুলেছে ২১ রান। ক্রিজে আছেন মার্কাস হ্যারিস (১) ও ডেভিড ওয়ার্নার (২০)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়